আমাদের কথা খুঁজে নিন

   

থ্রিডি প্রিন্টেড পার্টসে উড়ল ফাইটার জেট

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, প্রতিরক্ষা প্রতিষ্ঠান বিএই সিস্টেমস বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছে।
জেটটিতে থ্রিডি প্রিন্টেড প্রযুক্তিতে তৈরি যেসব যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে, তার মধ্যে ককপিট রেডিওর জন্য প্রোটেকটিভ কভার্স এবং পাওয়ার টেক-অফ শাফটসের গার্ডসও রয়েছে। আরএএফ টর্নেডো ফাইটার জেটের ধাতব উপাদানগুলো ২০১৩ সালের ডিসেম্বরের শেষ দিকে প্রতিষ্ঠানটির যুক্তরাজ্যের ওয়ার্টন, ল্যানকাশায়ারে অবস্থিত বিমানঘাঁটিতে পরীক্ষামূলক উড্ডয়নে ব্যবহার করে দেখা হয়েছে।



অন্যদিকে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি এসব যন্ত্রাংশ আশানুরূপভাবে কাজ করলে আগামী চার বছরে প্রতিষ্ঠানটির আরএএফ বাবদ রক্ষণাবেক্ষণ ও সেবার খরচ ১২ লাখ ইউরো কমে আসবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। বর্তমানে বিএই প্রকৌশলীরা চারটি টর্নেডো জিআর৪ এয়ারক্রাফটের জন্য যন্ত্রাংশ তৈরি করছে। এসব যন্ত্রাংশের কোনো কোনোটির খরচ পড়ছে একশ’ ইউরোরও কম।
এ প্রসঙ্গে বিএই সিস্টেমসের এয়ারফ্রেম ইন্টেগ্রেশনের প্রধান মাইক মুরে জানিয়েছেন, কোথায় এ পণ্যগুলো তৈরি করতে হবে তা সুনির্দিষ্ট করে বলা নেই। আর তাই এ পণ্যগুলো যেখানে খুশি সেখানে তৈরি করা সম্ভব।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.