আমাদের কথা খুঁজে নিন

   

হতাহত কর্মীদের ক্ষতিপূরণ দেবে ইসি

মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধ প্রিসাইডিং অফিসার সাইদুল ইসলামকে দেখার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

কাজী রকিব বলেন, “যারা সহিংসতা করে তারা সন্ত্রাসী, তারা কোনো দলের না, সহিংসতা গণতন্ত্রের ভাষা হতে পারে না, দায়িত্ব পালন করতে গিয়ে নির্বচনী সহিংসতায় যাদের ক্ষতি হয়েছে, তাদের ক্ষতিপূরণের উদ্যোগ নেয়া হবে। গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই।”

নির্বাচনের দিন বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ‘পুনতাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ কেন্দ্রে ভোটগ্রহণ শেষে টেম্পো নিয়ে ফেরার পথে বামনকুড়ি মাঠে পেট্রোল বোমায় প্রিসাইডিং অফিসার সাইদুল, কনস্টেবল আবুল কালাম আজাদসহ চার জন দগ্ধ হন। ওই দিনই সাইদুল ও আজাদকে ঢাকায় পাঠানো হয়।

বোমায় সাইদুলের শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে বলে বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন।

সিইসির সঙ্গে নির্বাচন কমিশন সচিব ড. সাদিকসহ কয়েকজন কর্মকর্তাও সাইদুলসহ আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান।

বিরোধী দলের হরতাল-অবরোধের মধ্যে ভোটের দিন হামলা-সহিংসতায় গাইবান্ধার ৩টি আসনের ২০৬টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.