২৪ এপ্রিল,২০১৩
সাভার (আরটিএনএন): রাজধানীর উপকন্ঠে সাভারের জামতলায় একটি বহুতল ভবন ধসের পর এ পর্যন্ত ৪৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে, আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাঁচ শতাধিক লোককে, হতাহতদের প্রায় সবাই তৈরি পোশাক কারখানার শ্রমিক। আটতলা বিশিষ্ট ওই ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় বিপণী বিতান ও ব্যাংক এবং ওপরের পাঁচতলা জুড়ে তিনটি তৈরি পোশাক কারখানা ছিল।
সকালে এসে কাজে যোগ কয়েক হাজার শ্রমিক ধ্বংসস্তুপে আটকা পড়েছেন, বলছে পুলিশ। সকাল সাড়ে নয়টায় ধসের পর স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজ শুরু করে। পরে উদ্ধারকাজে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটি ও সাধারণ মানুষের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনীর কয়েকটি দল।
পুলিশ ও র্যাব সদস্যরা শৃঙ্খলা বিধানের পাশাপাশি উদ্ধার কাজেও সহযোগিতা করছেন।
আহত প্রায় পাঁচ শতাধিক শ্রমিককে উদ্ধার করা হয়েছে। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসার জায়গার সংকুলান হচ্ছে না। আহতেদর অধিকাংশের অবস্থাই গুরুতর হওয়ায় জীবন বাঁচাতে প্রচুর রক্তের দরকার পড়ছে।
এর আগে মঙ্গলবার রাতে আটতলা ভবনটির তৃতীয় তলায় দেয়ালের প্লাস্টারে ফাটল দেখা দিয়েছিল।
তখন তৈরি পোশাক কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলেও বুধবার সকালে যথারীতি শ্রমিকরা এসে কাজ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৯টার দিকে সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের এই ৮ তলা ভবনের পেছনের অংশ ধসে পড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যে মূল খুঁটি ও সামনের দেয়ালের অংশবিশেষ ছাড়া পুরো কাঠামোটিই ভেঙে পড়ে।
এখন পর্যন্ত ৪৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
এখনো কয়েক হাজার শ্রমিক ধ্বংসস্তুপের ভেতর আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রী ভবন ধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার প্রেসসচিব আবুল কালাম আযাদ।
অন্যদিকে বিএনপির মুখপাত্র শামসুজ্জামান দুদু জানিয়েছেন, মানবিক বিপর্যয়গ্রস্ত সাভারে আঠারো দলীয় জোটের হরতাল প্রত্যাহার করা হয়েছে। আঠারো দলের স্থানীয় নেতারা জানিয়েছেন, এই মর্মান্তিক দুর্ঘটনার উদ্ধার তৎপরতা নির্বিঘ্ন করতে ওই এলাকায় হরতাল প্রত্যাহার করেছেন তারা।
প্রসঙ্গত, মঙ্গলবারের ফাটলের পর ভবনটিতে থাকা তিনটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অনেক আহত হন।
তখন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার ভবনটি পরিদর্শন শেষে বলেছিলেন, ফাটলের অবস্থা অস্বাভাবিক নয়। একটি দেয়ালের প্লাস্টার খসে গেছে ও আরেকটি পিলারের সামনে ফাটল দেখা দেছে। এ ঘটনায় কোনো ধরনের দুর্ঘটনার শঙ্কা নেই, জানিয়েছিলেন জনাব কবির। একই কথা বলেছিলেন ভবন মালিক ও স্থানীয় যুবলীগের আহ্বায়ক রানা।
মালিক রানাকে বুধবার সকালে ভবনের বেসমেন্ট থেকে আহতাবস্থায় উদ্ধার করা হয়।
ভবনের তৃতীয় তলা থেকে অষ্টম তলা পর্যন্ত নিউ ওয়েব বটম্স লিমিটেড, প্যান্টম টিওসি লিমিটেড ও নিউ ওয়েব স্টাইল লিমিটেড নামে তিনটি তৈরি পোশাক কারখানা ছিল। এছাড়া দ্বিতীয় তলায় ছিল ব্র্যাক ব্যাংকের সাভার শাখা। গতকাল ফাটল ধরলে ব্যাংকের সব কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়া ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় ছিল বিপণী বিতান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।