আমাদের কথা খুঁজে নিন

   

জানুয়ারিতেই জিএসপি পুনর্বহাল চায় সরকার

যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা রিভিউ নয়, চলতি জানুয়ারির মধ্যে পুনর্বহাল চায় সরকার। ইউএসটিআরের দেওয়া প্রায় সব শর্ত বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শুধু সংশোধিত শ্রম আইনের প্রয়োগ ও উচ্চ পদমর্যাদার পরিদর্শক নিয়োগ ছাড়া বাকি ১৪টি শর্তই ৮০ ভাগ বাস্তবায়ন হয়েছে।

সচিবালয়ে গতকাল গার্মেন্ট শিল্পবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব বিষয়ের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত টিকফার প্রথম বৈঠক চলতি মাসে ঢাকায় অনুষ্ঠিত হবে। সে বৈঠকেও জিএসপির বিষয়ে আলোচনা হবে।

পণ্যের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার সুবিধা (জিএসপি) গত বছর ২৪ জুন স্থগিত করে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশকে এ সংক্রান্ত একটি চিঠিও দেন। ছয় মাস পর এ সিদ্ধান্ত রিভিউর কথা জানানো হয়। জিএসপি ফিরে পেতে পরে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইউনাইটেড স্টেট অব ট্রেড অর্গানাইজেশন রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) সঙ্গে বেশকিছু অঙ্গীকার করে বাংলাদেশ। সূত্র জানায়, মন্ত্রিসভা কমিটির বৈঠকে জানানো হয়, ইউএসটিআরের শর্তগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। ইপিজেড এলাকার কারখানার শ্রমিকদের গত ১ জানুয়ারি থেকে ট্রেড ইউনিয়ন করার অনুমিত দেওয়া হয়েছে। সেই সঙ্গে শ্রমিকরা ধর্মঘটও করতে পারবেন। শ্রমিক নেতা বাবুল আক্তার ও কল্পনা আক্তারের বিরুদ্ধে দায়ের করা আটটি মামলা প্রত্যাহার করা হয়েছে। আরেক নেতা আমিনুল হত্যা মামলার বিচারকাজ শুরু হয়েছে। এমনকি মামলাটিকে দ্রুতবিচার আইনের আওতায় নেওয়া হয়েছে। ঈগল আইস ডিজাইন লিমিটেডের তিনজন শ্রমিক নেতা ও অতিরিক্ত ১৬ জন শ্রমিকের বেআইনি চাকরিচ্যুতির সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা হয়েছে। কারখানাগুলোর অগি্ননির্বাপণ ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যদিকে, কারখানা পরিদর্শকের পদ ১০০০ জনে উন্নীত করা হয়েছে, যার মধ্যে ৩৯২টি উচ্চ মর্যাদার। শ্রম আইন বাস্তবায়নের বিধিমালা জারি করে শীঘ্রই এসব পদে নিয়োগ সম্পন্ন করা হবে। সূত্র আরও জানায়, বৈঠকে বাণিজ্য, শ্রম, পররাষ্ট্র, বস্ত্রসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী-সচিবসহ ঊধর্্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে ইউএসটিআরের শর্ত বাস্তবায়নের বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়। ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা, ভবন নির্মাণের স্ট্যান্ডার্ড রক্ষা করা, শ্রমিকদের নিরাপত্তা বাড়ানো এবং বেতনভাতা বাড়ানোর বিষয়গুলোর অগ্রগতি ইউএসটিআরকে জানানোর বিষয়েও সিদ্ধান্ত হয়। জানতে চাইলে বাণিজ্য সচিব মাহবুব আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'জিএসপি সুবিধা স্থগিতের পর সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। ইউএসটিআরের শর্তগুলোর বাস্তবায়ন দ্রুত এগিয়ে যাচ্ছে। আশা করা যায়, শীঘ্রই এ ব্যাপারে একটা ভালো ফলাফল পাওয়া যাবে।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.