আমাদের কথা খুঁজে নিন

   

জিএসপি জালিয়াতি

বাণিজ্য মন্ত্রণালয় অনলাইনের মাধ্যমে ইউরোপীয় দেশগুলোতে রপ্তানিকৃত পণ্যের জিএসপি সুবিধার সনদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুর্নীতির অভয়ারণ্য হিসেবে পরিচিত সরকারি প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) জালিয়াতির কারণে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা যখন হুমকির মুখে, তখন এ তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তটি নেওয়া হলো। যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করার পর ইউরোপীয় ইউনিয়নে জিএসপি সুবিধা হুমকির মুখে পড়ে ইপিবির 'থিপ অব বাগদাদ' নামধারী কিছু কর্মকর্তা-কর্মচারীর কারণে। দেশপ্রেম বিবর্জিত এসব জাতীয় বিশ্বাসঘাতকের বিরুদ্ধে বাংলাদেশকে দেওয়া ইউরোপীয় ইউনিয়নের জিএসপি সুবিধার অপব্যবহার করে ভুয়া সনদ দেওয়ার অভিযোগ রয়েছে। এই ভুয়া সনদ দিয়ে অন্য দেশের পণ্য ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি হতো। গত চার বছরে ভুয়া সনদ দেওয়া ৫৮৩টি অবৈধ চালান আটক করা হয়। এ ছাড়া সন্দেহভাজন হিসেবে ৭২১টি চালান ধরা পড়ে। স্মর্তব্য, স্বল্পোন্নত দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে জিএসপি সুবিধা দেয়। অস্ত্র ছাড়া যে কোনো রপ্তানিযোগ্য পণ্য এই সুবিধার অধিকারী। ইপিবির দেশপ্রেমবর্জিত কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে দেশের অসৎ কিছু ব্যবসায়ী চীন ও শ্রীলঙ্কাসহ যেসব দেশ জিএসপি সুবিধা পায় না সেসব দেশের পণ্য ভুয়া সনদ নিয়ে ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি করার ব্যবসা ফেঁদে বসে। এতে ক্রেতা দেশগুলো যেমন প্রতারণার শিকার হয়েছে, তেমনি দেশের জিএসপি সুবিধাও প্রশ্নের সম্মুখীন হয়। দেশের ভাবমূর্তির জন্যও সৃষ্টি হয় সংকট। এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের তদন্তের পর জালিয়াতি বন্ধে সরকার অনলাইনের মাধ্যমে জিএসপি সনদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা এ সিদ্ধান্তকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করতে চাই। তবে একই সঙ্গে ইবিপির দেশপ্রেম বিবর্জিত কর্মকর্তা-কর্মচারী এবং যেসব ব্যবসায়ী এ জালিয়াতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এমনটিও দেখতে চাই। ভবিষ্যতে এ ধরনের দুর্নীতির পুনরাবৃত্তি রোধে জালিয়াত চক্রের সঙ্গে যারা জড়িত তাদের যথোপযুক্ত শাস্তি নিশ্চিত হওয়া দরকার। দেশের ভাবমূর্তির স্বার্থে সরকার এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে এমনটিই কাঙ্ক্ষিত।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.