অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জিএসপি সুবিধা ফিরে পেতে বেঁধে দেওয়া সব শর্ত দ্রুত বাস্তবায়নের চেষ্টা চালানো হচ্ছে। এ জন্য জিএসপি সুবিধা ফিরে পেতে সরকার আশাবাদী। তবে জিএসপি সুবিধা বাংলাদেশের জন্য কিছুই না উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, জিএসপির আওতায় আমাদের ৬০০ মিলিয়ন রপ্তানি আছে। আমরা রপ্তানি করি ৫ হাজার মিলিয়নের মতো। তিনি বলেন, সব কিছুতেই রাজনৈতিক বিবেচনা থাকে। রাজনৈতিক বিবেচনায় শেষ পর্যন্ত কী হবে জানি না। গতকাল বিকালে সিলেট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক টি-টোয়েন্টি স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। বিএনপির উপজেলা নির্বাচনে আসাকে স্বাগত জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনমুখী হয়েছে, এটা পজিটিভ। এতদিন বিএনপি না না করেছে, এখন নির্বাচনকে হ্যাঁ বলছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।