আমাদের কথা খুঁজে নিন

   

ভেজাল মধুসহ ছয় উপজাতি সদস্যের কারাদণ্ড

বরিশাল নগরীর জিয়া সড়ক থেকে ভেজাল মধুসহ চাকমা সম্প্রদায়ের ৬ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল ভ্রাম্যমাণ আদালতের বিচারক বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ফেরদৌস তাদের ৬ মাস করে দণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোতোয়ালি থানার এসআই মো. মুকুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার সাইদুল ইসলাম রকির ভাড়াটিয়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে উদ্ধার করা হয় চিনি দিয়ে বানানো ১৮০ কেজি ভেজাল মধু ও বানানোর সরঞ্জামাদি। সেখান থেকে আটক করা হয় কঙ্বাজারের বাসিন্দা চয়ন সিং চাকমা, দুর্জয় চাকমা, জয়ন্ত চাকমা, হিমাংশু চাকমা, উম চাকমা ও নয়ন চাকমাকে। তারা গত দুই মাস ধরে ওই বাসা ভাড়া নিয়ে ভেজাল মধু তৈরি করে নগরীসহ বিভিন্ন উপজেলায় বিক্রি করছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.