চট্টগ্রামে পাহাড়ধসে একজনের মৃত্যু হয়েছে। তার নাম নুরুন্নাহার বেগম (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন তার শ্বশুর যদু মিয়া (৬০)। গতকাল বিকাল ৪টার দিকে বায়েজিদ থানার পশ্চিম শান্তিনগরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাহাড় কেটে বানানো ঘরের পাশে বিকালে কাজ করছিলেন নুরুন্নাহার ও যদু মিয়া। হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে পড়লে গুরুতর আহত হন তারা। দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে নুরুন্নাহারের মৃত্যু হয়। যদু মিয়া মাথায় আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।