আমাদের কথা খুঁজে নিন

   

সংখ্যালঘুদের রক্ষায় বিএনপি ‘পাহারায়’

এই নির্যাতনের বিষয়ে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেয়া বিরোধী জোটের বিরুদ্ধে সরকারের অভিযোগের আঙুল তোলার মধ্যে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে একথা জানান সেলিমা রহমান।

নির্বাচন বাতিল এবং নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে হরতালের সময় বাড়ানোর ঘোষণা দিয়ে গুলশানের বাড়িতে ওই সংবাদ সম্মেলনের পরপরই আটক হন বিএনপির এই ভাইস চেয়ারপারসন।

গত ৫ জানুয়ারি বিরোধী দলবিহীন দশম সংসদ নির্বাচনের পর দিনাজপুর ও যশোরসহ কয়েকটি স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়। আক্রান্ত অনেকে বলছেন, ভোট দেয়ায় এই হামলা হয়েছে।

এই হামলায় ভোট ঠেকানোর আহ্বানকারী বিএনপি-জামায়াত জোটের নেতা-কর্মীরা জড়িত বলে দাবি করেছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

ক্ষমতাসীনদের অভিযোগ প্রত্যাখ্যান করে সেলিমা বলেন, “এটা ঠিক নয়। বিএনপি সন্ত্রাস ও সহিংসতায় বিশ্বাস করে না। যেসব ঘটনা ঘটেছে, তার সঙ্গে ক্ষমতাসীনরাই জড়িত। ”

এর আগে পেট্রোল বোমা নিক্ষেপ করে গাড়িতে অগ্নিসংযোগ কিংবা বিচারপতিদের বাসভবন লক্ষ্য করে বোমা বিস্ফোরণের ঘটনায়ও ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা জড়িত ছিল বলে দাবি করেন তিনি।

“কয়েকজন ছাত্রলীগ-যুবলীগ কর্মী গ্রেপ্তারের পর ওই সব ঘটনার তদন্ত কাজ আর এগুচ্ছে না।

এ থেকে বোঝা যায়, কারা সন্ত্রাস ও নাশকতা করছে। ”

সরকার জনগণকে বিভ্রান্ত করতে সাম্প্রদায়িক হামলার দায় বিরোধী দলের ওপর দিচ্ছে বলে দাবি করেন সেলিমা। নির্বাচনের পর ঢাকার দোহারে আওয়ামী লীগের এক পক্ষের ওপর অন্য পক্ষের হামলার ঘটনাও তুলে ধরেন তিনি।

হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা-ভাংচুরের নিন্দা জানিয়ে তিনি বলেন, “বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব নেতা-কর্মীকে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার জন্য এলাকাভিত্তিক পাহারার ব্যবস্থা করতে খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। ”

‘প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ’

নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন সেলিমা রহমান।

তিনি বলেন, “তিনি বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে সন্ত্রাস আখ্যায়িত করে কঠোর হস্তে দমনের যে হুমকি দিয়েছেন, তাতে বর্তমান পরিস্থিতিকে আরো জটিল, অসহিষ্ণু  ও অস্থিতিশীল করে তুলবে বলে দেশবাসী মনে করে। ”

নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময়ে মন্ত্রী ও ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের সম্পদের হিসাবের হলফনামার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন বিএনপি নেত্রী।

“প্রধানমন্ত্রী তার মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগের নেতাদের হলফনামায় অবৈধ উপায়ে অর্জিত সম্পদের হিসাব সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তাতে জাতি কেবল বিস্মিত হয়নি, এতে দুর্নীতিকে আরো উৎসাহিত ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হয়েছে। ”

চলমান রাজনৈতিক সঙ্কট অবসানে সমঝোতার আহ্বান জানিয়ে সরকারের উদ্দেশে সেলিমা বলেন, “এখনো সময় আছে, প্রহসনের নির্বাচন বাতিল করে সংলাপে বসুন। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সমঝোতার পথে আসুন।

সংবাদ সম্মেলনে সেলিমা রহমান। নিজের বাড়িতে এই সংবাদ সম্মেলনের পরই আটক হন তিনি।

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সংসদ সদস্য নাজিম উদ্দিনকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে আসেন সেলিমা। পরে তিনিও আটক হন।

৫ জানুয়ারির ভোট জনগণ বর্জন করেছে দাবি করে সেলিমা বলেন, “মানুষ কেন্দ্রে যায়নি, জাল ভোট প্রদান ও কেন্দ্র দখলের হিড়িক পড়েছিল।

“ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাল ভোট দেয়ার অভিযোগে তিনজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে দুই বছর করে সাজা দেয়া হয়েছে। পাবনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে তার দলবল নিয়ে একাই ৪৫০টি জাল ভোট দিয়েছে। ”

“দুপুর ১টা পর্যন্ত ৫ শতাংশের বেশি ভোট কোথাও পড়েনি। এরপর ২টা থেকে ৪টার মধ্যে ভোটার উপস্থিতি ছাড়া ভোটের বাক্সে কিভাবে ৪০ থেকে ৫০ শতাংশ ভোট বাড়ল,” প্রশ্ন করেন সেলিমা।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.