weather
আবহাওয়া: ঢাকা
তাপমাত্রা: ১৭ সে | আর্দ্রতা: ৭৮% more
ঢাকা, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১২, ১৫ ফাল্গুন ১৪১৮, ৪ রবিউস সানি ১৪৩৩
গৌতম দাসের পরিবারের ইজারা নেওয়া জমি দখল
গৌতম দাসের পরিবারের ইজারা নেওয়া জমি দখল
ফরিদপুর অফিস | তারিখ: ২৭-০২-২০১২
ফরিদপুরের ভাঙ্গায় চণ্ডীদাসদী গ্রামে সাংবাদিক গৌতম দাসের পরিবারের ইজারা নেওয়া জমি দখল করে বঙ্গ�
ফরিদপুরের ভাঙ্গায় চণ্ডীদাসদী গ্রামে সাংবাদিক গৌতম দাসের পরিবারের ইজারা নেওয়া জমি দখল করে বঙ্গবন্ধু ক্লাব ও আওয়ামী লীগের কার্যালয়ের নামে ঘর তোলা হয়েছে
প্রথম আলো
বঙ্গবন্ধু ক্লাব ও ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের নামে সন্ত্রাসীর হাতে নিহত সাংবাদিক গৌতম দাসের পরিবারের ইজারা নেওয়া ৫১ শতাংশ জমি দখল করা হয়েছে। গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চণ্ডীদাসদী গ্রামে।
ভাঙ্গা বাজার থেকে চণ্ডীদাসদী গ্রামে যাওয়ার পথে সাংবাদিক গৌতম দাস সড়কের ডান পাশে কুমার নদের তীরে গৌতম দাসের পারিবারিক এ জমি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অধিগ্রহণ করে। অধিগ্রহণকৃত ওই জায়গার ৫১ শতাংশ গত ৩০ অক্টোবর গৌতম দাসের চাচা বিশ্বেশ্বর দাস ইজারা নেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দখলে নেওয়া জমিতে পূর্ব-পশ্চিম দিকে লম্বা ও দক্ষিণ দিকে মুখবিশিষ্ট প্রায় ৯০ ফুট লম্বা ও ১০ ফুট প্রস্থের একটি টিনের ঘর তোলা হয়েছে।
রাতের মধ্যেই নির্মিত এ ঘরের দুই দিকে দুটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। একটি সাইনবোর্ডে লেখা হয় ‘বঙ্গবন্ধু ক্লাব, ভাঙ্গা’। অন্যটিতে লেখা রয়েছে ‘ভাঙ্গা পৌরসভার তিন নম্বর ওয়ার্ড ও আলগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়’।
ভাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সজলকান্তি ভৌমিক প্রথম আলোকে বলেন, ওই জমিটি যে সাংবাদিক গৌতম দাসের পরিবারের পক্ষে ইজারা নেওয়া হয়েছে, তা তাঁর জানা ছিল না। আর ঘরটি মূলত তুলেছেন আওয়ামী লীগের নেতা শরিফুজ্জামান।
আগে থেকে এ বিষয়টি তিনি জানতেন না।
রাতারাতি ঘর নির্মাণ ও সাইবোর্ড টাঙানোর অভিযোগ অস্বীকার করে ভাঙ্গা বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শরিফুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ রাতারাতি ঘর ওঠানোর রাজনীতি করে না। দু-তিন দিন ধরেই ওই সরকারি ফাঁকা জায়গায় আমরা ক্লাব ঘর তুলেছি। ’ আগেও ওই জায়গায় ক্লাব ও কার্যালয় ছিল দাবি করে তিনি বলেন, ‘সিডরের সময় তা ভেঙে যায়, এরপর আর তোলা হয়নি। এবার ফাঁকা পাওয়ায় ঘর তুলেছি।
আমরা রাজনীতি করি অথচ আমাদের বসার কোনো জায়গা নেই, তাই এ ব্যবস্থা। এ জায়গা গৌতমের পরিবার ইজারা নিয়ে থাকলে তাদের সঙ্গে আমরা আলোচনায় বসতে রাজি। ’
ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার বলেন, বিশ্বেশ্বর দাসকে এক বছরের জন্য ওই জায়গা ইজারা দেওয়া হয়েছে। ইজারাদারকে মামলা করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আমরা আদালতে ইজারাদারের পক্ষে কথা বলব। ’ ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
রাতারাতি ঘর ওঠানোর অভিযোগের সত্যতা পেয়েছি। ইজারাদারকে লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ হাতে পেলে মামলা আকারে রুজু করে আইনগত পদক্ষেপ নেব। ’
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।