সত্য আর মিথ্যার মধ্যে নিরপেক্ষতা নয়
সিআইএর প্রধান অস্ত্র মিডিয়া। নেটে চার্চ কমিটির রিপোর্ট সার্চ করুন, সেখানে সিআইএর স্বীকারোক্তি আছে। বাংলাদেশে এখন সরকরারের উচিত হবে, মিডিয়ার ব্যপারে নীতিমালা করা-
১) বিদেশী কোন বিনিয়োগ বাংলাদেশের মিডিয়ায় করা যাবে না।
২) বিদেশের সাথে ব্যবসা বা অন্য কোন অর্থনেতিক সম্পর্ক আছে এমন কোন ব্যক্তি বা প্রতিষ্টান মিডিয়ায় বিনিয়োগ করতে পারবে না, এর পরিচালনার সাথে থাকতে পারবে না। (যেমন ট্রান্সকম)।
৩) মিডিয়ায় বিনিয়োগের বৈধ আয়ের (অতীত থেকে বর্তমানকাল পর্যন্ত) উতস থাকতে হবে।
৪) সাংবাদিক এবং সুশীল টকারদের সম্পদ কড়া নজরদারীতে রাখতে হবে।
৫) সব চ্যানেল খবর প্রচার করতে পারবে না, যারা খবর প্রচার করবে তারা শুধুই এই জাতীয় খবর আর তথ্যচিত্রই প্রচার করবে (যেমন বিবিসি বা সিএনএন), যারা বিনোদনমূলক অনুষ্ঠান করবে তারা খবর বা খবর নির্ভর টকশো প্রচার করতে পারবে না।
আর শেখ হাসিনাকে আরো সজাগ হতে হবে, দলের লোক চাইলে চ্যানেল দিতে হবে - এটা হবে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।