এক লোক রাস্তা দিয়ে হাটার সময় বট গাছের শিকড়ের শাথে উস্টা লেগে পায়ে ভয়াবহ ব্যাথা পেলেন। ব্যাথার চোটে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার দামি একটা মলম দিয়ে বললেন, যে স্থানে ব্যাথা পেয়েছেন সেই স্থানে তিনদিন লাগাবেন ঠিক হয়ে যাবে।
সেই লোক ব্যাথার স্থানে ছয় দিনে ২টা মলম লাগিয়েও কোনো উপকার না পেয়ে ভন্ড ডাক্তার'কে ধরার জন্য গেলেন। ডাক্তার শুনে অবাক! যে মলম একটা তিনদিন লাগালেই ব্যাথা ঠিক হয়ে যাবার কথা সেখানে ছয় দিনে ২টা লাগিয়েও ঠিক হয়নি? অবাক ডাক্তার সাহেব প্রশ্ন করলেন, ঠিক মত লাগাইছেন তো? সেই লোক ক্রোধে উত্তাল হয়ে বললেন, আর মিয়া এই ব্যাথা পায়ে ডেইলি দুইবার করে হাইটা আমি নিজে সেই বট গাছের শিকড়ে মলম লাগায় আসছি ছয়দিন আর আপনে বলেন ঠিক মত লাগাইছেন তো?!!
সংবিধান রক্ষার জন্য নির্বাচন হলো। নির্বাচন কেমন হলো জামায়াত, বিএনপি, জাতীয় পার্টি, বিএনএফ যেমন জানে জানে আ'লীগ ও.... মানুষ মারা যাচ্ছে সংখ্যায়। আজ সহিংশতায় এত জন নিহত, অত জন অগ্নিদগ্ধ। খালেদার-তারেক-জামায়াত গংদের দরকার "শত শত লোক নিহত বাংলাদেশে, মানবতা-গণতণ্ত্র ভুলন্ঠিত"। হাসিনা গংদের দরকার "শত শত লোক নিহত বাংলাদেশে, বিরধীদলের তান্ডবে"।....
মানুষ মারা যাচ্ছে সংখ্যায়, কার পরিবারের কে মারা যাচ্ছে কয়জন রাখে খবর!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।