বুধবার রেডিও ফ্রান্সকে ভালকে জানান, কাতার বিশ্বকাপ জুন ও জুলাইয়ে হচ্ছে না।
"সত্যি কথা বলতে কি, আমি মনে করি এটা ১৫ নভেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে হতে পারে। "
তার মতে, ১৫ নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত সময়টায় সেখানকার আবহাওয়া সবচেয়ে অনুকূলে থাকবে। তখন সেখানকার তাপমাত্র থাকবে ইউরোপের উষ্ণ বসন্তের মতো, গড়ে ২৫ ডিগ্রি সেলসিয়াস, যা হবে এটা হবে ফুটবল খেলার জন্য আদর্শ।
কিন্তু ভালকের বক্তব্যের পরপরই ফিফার মুখপাত্র জানান, মহাসচিব কেবল তার নিজের দৃষ্টিভঙ্গির কথাই জানিয়েছেন।
মুখপাত্রটি জানান, কাতার বিশ্বকাপের সময়সূচি চূড়ান্ত করা হবে এ নিয়ে বিস্তারিত আলোচনার পর। দেশটির আয়োজক কমিটি, ফিফার সদস্য দেশগুলো, বিভিন্ন লিগ, ক্লাব, খেলোয়াড় ও ফিফার বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে আলোচনার পরই এটি নির্ধারণ করা হবে।
তবে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের আগে এ নিয়ে কোনো সিদ্ধান্ত আসবে না। আর এ নিয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হবে ফিফার নির্বাহী কমিটিতেই।
বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারের নাম ঘোষণার পর থেকেই মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রচণ্ড তাপমাত্রায় বিশ্বকাপ আয়োজন নিয়ে বিতর্ক চলছিল।
কাতারে ২০২২ সালের বিশ্বকাপ গ্রীষ্মকাল থেকে সরিয়ে নেয়া হবে কিনা তা নির্ধারণে গত অক্টোবরে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)।
গ্রীষ্মে কাতারের তাপমাত্রা ৩৫ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে বলে সে সময় বিশ্বকাপ আয়োজনে আপত্তি জানায় অনেক দেশ। তাদের আশঙ্কা, প্রচণ্ড গরমে খেলা হলে তা খেলোয়াড় ও দর্শকদের স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।
ব্রাজিল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফা মহাসচিব জেরোম ভালকে।
এরই প্রেক্ষিতে এই টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। চিকিৎসক, খেলা সম্প্রচারকারী, স্পন্সর ও প্রভাবশালী ইউরোপীয় লিগগুলোর কর্তৃপক্ষের সঙ্গে এই টাস্কফোর্স ২০২২ বিশ্বকাপের সময়সূচি নিয়ে আলোচনা করবে।
উত্তর গোলার্ধে শীতকালে বিশ্বকাপ আয়োজন করলে ইউরোপীয় লিগগুলোর সমস্যা হয় বলে সাধারণত গ্রীষ্মেই বিশ্বকাপ হয়। তবে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ইতোমধ্যে জুন-জুলাই থেকে সরিয়ে শীতের সময় টুর্নামেন্টটি আয়োজনের পক্ষে মত দিয়েছে।
কাতার বিশ্বকাপের জন্য প্রস্তাবিত একটি স্টেডিয়ামের নকশা
এর আগে ১৯টি বিশ্বকাপের কোনোটিই মে, জুন বা জুলাই মাসের বাইরে হয়নি।
২০১০ সালের ডিসেম্বরে ফিফার ২২ সদস্যের নির্বাহী কমিটির ভোটে দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে ২০২২ বিশ্বকাপের আয়োজক হওয়ার সুযোগ পায় কাতার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।