বাসাইল থানার ওসি সালাহ উদ্দিন মিয়া জানান, শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার টেংগুরিয়া পাড়া লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০জন।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ইজার উদ্দিন (৩০) ও একই জেলার সলঙ্গা এলাকার রঘুনাথপুর গ্রামের সুজাত আলী (৩২)।
ওসি জানান, রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ওই লেভেল ক্রসিং অতিক্রম করার আগেই বালিভর্তি ট্রাকটি ওই ক্রসিং পার হওয়ার চেষ্টা করে। কিন্তু চালক তা না পারায় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ট্রাকটি।
এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা দুইজনের মৃত্যু হয়। ট্রেনের ছাদে থাকা ছয়জন এবং ট্রাকের আরো চার আরোহী এ সময় আহত হন।
আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।