আমাদের কথা খুঁজে নিন

   

'রাজনৈতিক আনুগত্য বিগড়ে যাওয়া' রোগে আক্রান্তএরশাদ এখন 'সুস্থ্য'

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।


'রাজনৈতিক আনুগত্য বিগড়ে যাওয়া' রোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন এরশাদ অবশেষে 'সুস্থ্য' হলেন। গণতান্ত্রিক ধারা বজায় রাখা দলের নেতাদের স্বাস্থ্য পরীক্ষা, সরকারি বাহিনীর বিশেষ অ্যম্বুল্যান্স সার্ভিস, গলফ জাতীয় ওষুধ-সেবন করে এখন 'সুস্থ্য' তিনি। আজ শনিবার সকালে ঢাকার আকাশে ঝকঝকে রোদে তিনি শিরিন আফার দরবারে এসেছিলেন।



শপথও নিয়েছেন। সুজাতা আফা যদি এইবার খুশী হন। স্বৈরাচারের 'রস' দিয়া যদি আম্লীগ তরুণ প্রজন্জামকে তাদের জামায়াত 'পিরীত-রঙ্গ-সঙ্গ' ইতিহাস ভোলাতে পারেন মন্দ কি। অবশ্য ইতিহাস রচনা করে আম্লীগ। ভালো-খারাপ দুই-ই করতে পারে।

স্বাধীনতা উত্তরকালে খারাপটাই বেশি!


আমার ধারণা- কাকু ১৯৮৬ সালের নির্বাচনে আম্লীগের যে সহায়তা পেয়েছিলেন, যাকে বিম্পি -আম্লীগের বেইমাইনি বলে উল্লেখ করে, তার পুরস্কার দিলেন। তাই তাকে আমরা আর বেহায়া না বলি। তাকে কৃতজ্ঞ লোক হিসাবে চিহ্নিত করি। আশীর্বাদ দিই- রাজনৈতিক সার্কাসে তার মত খেলোয়াড়ের বড়ই দরকার। নইলে জাতি হিসাবে আমরা 'অট্টহাসি' থেকে বঞ্চিত হবো।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.