আজ সেলিম আল দীনের ষষ্ঠ প্রয়াণ দিবস। এ উপলক্ষে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহযোগিতায় সেলিম আল দীন ফাউন্ডেশন আয়োজন করেছে তিন দিনব্যাপী সেলিম আল দীন স্মরণ অনুষ্ঠান। শ্রদ্ধার্ঘ অর্পণ, সেমিনার, নির্বাচিত পাঠ ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে এই কীর্তিমানকে স্মরণ করা হবে। ১৪ জানুয়ারি সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যাচার্য সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। বিকাল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে 'বাঙলার গীতরঙ্গ ও নাট্য : স্বাতন্ত্র্যের সূত্রপাত' শীর্ষক সেমিনারে ড. বিশ্বজিৎ ঘোষের সভাপতিত্বে প্রবন্ধ পাঠ করবেন কামালউদ্দিন কবির। ১৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে সেলিম আল দীনের 'নিমজ্জন' ও 'দিনলিপি' থেকে পাঠ অনুষ্ঠিত হবে। ১৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে মঞ্চস্থ হবে শিমূল ইউসুফের নির্দেশনায় সেলিম আল দীন রচিত নাটক ধাবমান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।