আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিতীয় দিনে চার সেঞ্চুরি

যে উদ্দেশ্যে মাঠে গড়িয়েছে বিসিএল, প্রথম রাউন্ডের ম্যাচগুলোর দ্বিতীয়দিন শেষে সেটা সফলই বলা যায়। আসরের দ্বিতীয়দিন সেঞ্চুরি হয়েছে চার-চারটি। এরমধ্যে রয়েছে একটি ডাবল সেঞ্চুরি, একটি দেড় শতাধিক রানের ইনিংস এবং বাকি দুটি সেঞ্চুরি। জাতীয় দলের ওপেনার শামসুর রহমান শুভ ব্যাট করছেন ২২৯ রানে। অলরাউন্ডার ফরহাদ রেজা সাজঘরে ফিরেছেন ১৫৩ রানে, ইমরুল কায়েশ ১২৭ রানে অপরাজিত এবং ১০৭ রানে আউট হয়েছেন মো. মিথুন। নিরাপত্তার জন্য চার দলের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে বিকেএসপির ২ ও ৩ নম্বর মাঠে। দুই নম্বর মাঠে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল প্রথম দিন শেষ করেছিল ৯ উইকেটে ৩০১ রান তুলে। গতকাল দ্বিতীয় দিন খেলতে নেমে মাত্র ২ রান যোগ করে পূর্বাঞ্চল। তামিম ইকবালের দলের ইনিংসের স্থায়িত্ব ছিল মাত্র ৮ বল। বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন মধ্যাঞ্চল খেলতে নেমে ৬১ রানে হারায় ওপেনার শাহরিয়ার নাফিসকে। এরপর ৭৬ রানে সাজঘরে ফিরেন গত আসরের ডাবল সেঞ্চুরিয়ান মার্শাল আইয়ুবকে। ১৮৫ রানে ৫ উইকেট হারানোর পর মনে হচ্ছিল পূর্বাঞ্চলের ইনিংস টপকাতে পারবে না মধ্যাঞ্চল। ষষ্ঠ উইকেট জুটিতে ডাবল সেঞ্চুরিয়ান শামসুর ও নুরুল হাসান সোহান ১৫৫ রান যোগ করে দলকে টেনে নিয়ে যান এবং থলিতে জমা করেন ৫ বোনাস পয়েন্ট। নুরুল হাসানের দুর্ভাগ্য মাত্র ৬ রানের জন্য বঞ্চিত হয়েছেন সেঞ্চুরি থেকে। ৮১ বলে ৯৪ রানের ইনিংসটিতে ছিল ১৭টি বাউন্ডারি। শামসুর ২২৯ রানের অপরাজিত ইনিংসটি খেলেন ২৬০ বলে। যাতে ছিল ২৭টি চার ও ৭টি ছক্কা। আসরে এটাই প্রথম ডাবল সেঞ্চুরি। আজ দেখা যাক তৃতীয় দিন ইনিংসটিকে কতটা দীর্ঘায়িত করেন শামসুর। পূর্বাঞ্চলকে অলআউট করে প্রথমে ৩ বোলিং বোনাস পয়েন্ট এবং ব্যাটিং করে সর্বোচ্চ ৫ বোনাস পয়েন্ট তুলে নিয়েছে মধ্যাঞ্চল। তিন নম্বর মাঠে প্রথম দিন ৭৬ রানে ব্যাট করছিলেন অলরাউন্ডার ফরহাদ রেজা। গতকাল দ্বিতীয় দিন সেটা টেনে নিয়ে যান ১৫৩ রান পর্যন্ত। জাতীয় দলে ফিরতে উন্মুখ ফরহাদ ইনিংসটি খেলেন বলের সঙ্গে পাল্লা দিয়ে। ১০০ স্ট্রাইক রেটের ১৫৩ বলের ইনিংসটিতে ছিল ২২ চার ও ৬ ছক্কা। আগের দিনের ৮ উইকেটে ৩৩১ রান নিয়ে খেলতে নামা বিসিবি উত্তরাঞ্চলের ইনিংস শেষ হয় ৪২১ রানে। গতকালের ৯০ রানের মধ্যে ৭৭ রানই করেছেন ফরহাদ। ১১০ ওভারের মধ্যে চার শতাধিক রান করে ৫ ব্যাটিং বোনাস পয়েন্ট পেয়েছে উত্তরাঞ্চল। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলও অলআউট করে তুলে নিয়েছে ৩ বোলিং বোনাস পয়েন্ট। ব্যাট করতে নেমে জবাবটাও ভালো দিচ্ছে দক্ষিণাঞ্চল। ইমরুল ও মিথুনের জোড়া সেঞ্চুরিতে দিন শেষ করেছে ৩ উইকেটে ২৮৯ রান। বোনাস পয়েন্ট পেয়েছে ২। মিথুন সাজঘরে ফিরেন ১০৭ রান করে এবং ইমরুল ব্যাট করছেন ১২৯ রানে। দুজনে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ২২০ রান।

সংক্ষিপ্ত স্কোর

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল

প্রথম ইনিংস, ৩০৩/১০, ৯১.৪ ওভার (তামিম ৩৭, নাজিমউদ্দীন ৫৭, মুমিনুল ৩২, লিটন কুমার ৭৯, অলক ২৪, জুবায়ের ৩৩, আলাউদ্দিন ১৬*, ইয়াসিন আরাফাত ১৩। শাহাদাত হোসেন ২/৫৬, শহীদ ২/৩৬, মাহমুদুল্লাহ ৪/৬৭, মার্শাল আইয়ুব ২/৩২)।

ওয়ালটন মধ্যাঞ্চল

প্রথম ইনিংস,৪২৯/৬, ৮৫ ওভার ( শাহরিয়ার নাফিস ২২, শামসুর রহমান ২২৯*, মেহরাব জুনিয়র ১২, রকিবুল হাসান ২২, নুরুল হাসান ৯৪, ইলিয়াস সানী ৩২*। আলাউদ্দিন বাবু ২/৮৪, মাশরাফি মর্তুজা ১/৭৬, ইয়াসিন আরাফাত ১/৬৪)।

বিসিবি উত্তরাঞ্চল

প্রথম ইনিংস, ৪২১/১০, ১০৭.৫ ওভার ( জহুরুল ইসলাম অমি ৩২, ফরহাদ হোসেন ৭৬, ফরহাদ রেজা ১৫৩, তাইজুল ইসলাম ২২। রবিউল ইসলাম শিবলু ৩/৪৪, আব্দুর রাজ্জাক ৩/১০৫, সোহাগ গাজী ২/৯৮, সৌম্য সরকার ১/৩৫)।

প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল

প্রথম ইনিংস, ২৮৯/৩, ৭০ ওভার ( সৌম্য সরকার ৪২, ইমরুল কায়েশ ১২৭*, মো. মিথুন ১০৭। ফরহাদ রেজা ১/৫১, সাকলাইন সজীব ১/৮২, তাইজুল ইসলাম ১/৫৬)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.