সোমবার প্রতিবেদন থেকে ছবিটি প্রত্যাহার করা হয়। সংশোধনীতে বলা হয়,এই নিবন্ধের আগের সংস্করণে ভুল করে একটি ছবি ছাপা হয়। ছবিতে ‘সেক্যুলার’ শাহবাগ আন্দোলনের কর্মীদের দেখা যায়, যারা বাংলাদেশের বিরোধী দলের সহিংসতার প্রতিবাদ জানাচ্ছিলেন। প্রথম সংস্করণে ছবির ক্যাপশনে বলা হয়েছিল বিএনপির হরতালের সমর্থনে ওই মিছিল, যদিও তা ঠিক নয়।
গত শনিবার প্রকাশিত ওই নিবন্ধে গত ৫ জানুয়ারির নির্বাচন ও তার পরবর্তী পরিস্থিতি এবং বড় দুই দলের নেতা শেখ হাসিনা ও খালেদা জিয়াকে নিয়েও বিভিন্ন প্রসঙ্গ আসে।
‘দুই নেত্রীর ক্ষমতার লড়াইয়ে ভারসাম্য হারানোর ঝুঁকিতে বাংলাদেশ’ শিরোনামের ওই প্রতিবেদনে বিরোধী দলের সহিংসতার প্রতিবাদে শাহবাগে আয়োজিত একটি বিক্ষোভের ছবি ছাপা হয়।
ছবিতে যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনে ‘স্লোগান কন্যা’ উপাধি পাওয়া লাকি আক্তারকে দেখা যায় সামনের সারিতে। পিছনে লাল পতাকা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ফেস্টুনও দেখা যায়।
এই ছবি ছাপার পর সিপিবি ও শাহবাগ আন্দোলনের অনেক কর্মীকে ফেইসবুকে প্রতিবাদ জানাতে দেখা যায়।
অনেকে বিষয়টি নিয়ে নিউ ইয়র্ক টাইমসের কাছেও প্রতিবাদ জানায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শাহবাগ আন্দোলনের সংগঠক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ।
এরপর নিবন্ধ থেকে ছবিটি প্রত্যাহার করার পাশাপাশি ভুল স্বীকার করে সংশোধনী দেয় নিউ ইয়র্ক টাইমস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।