ঊধর্্বমুখী ধারায় লেনদেন হওয়ায় চলতি বছরের মাত্র ৯ কার্যদিবসে ঢাকা স্টক এঙ্চেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১১ হাজার ২৮৩ কোটি টাকা। এ সময়ে ডিএসইর ডিএসইএঙ্ সূচক বেড়েছে ২২৮ পয়েন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বিদায়ী বছরের ডিসেম্বর পর্যন্ত ডিএসইর বাজার মূলধন ছিল ২ লাখ ৬৪ হাজার ৭৭৯ কোটি টাকা। ডিএসইএঙ্ সূচক ছিল ৪৪৯৪ পয়েন্ট। এরপর নতুন বছরে ১৫ জানুয়ারি পর্যন্ত ৯ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ১১ হাজার ২৮৩ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৫ হাজার ৬২ কোটি টাকায়।
রাজনৈতিক সংকট স্থিতিশীল হওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতিবাচক আচরণের জন্য প্রাতিষ্ঠানিক ও বড় ব্যক্তি বিনিয়োগ-কারীরা সক্রিয় ভূমিকা পালন করছে। ফলে প্রতিদিন লেনদেন ও শেয়ার ভলিউম বাড়ছে, যা ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা তৈরি করছে। এ ধারা অব্যাহত রাখতে এবং কারসাজি করে কেউ যাতে কৃত্রিম উত্থানে ভূমিকা নিতে না পারে সেদিকে বাজার নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর মনিটরিংয়ের দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।