আমাদের কথা খুঁজে নিন

   

পাহাড় নদী ঝরনার দেশ নাফাখুম যাবার বর্তমান খরচা পাতি

তোমার আমার ঠিকানা,পদ্মা-মেঘনা-যমুনা পাহাড়- নদী- ঝরণা- আকাশ- মেঘ সব একসাথে দেখার সৌভাগ্য একটা ট্যুরে সবার হয় না !!!! তাই নাফাখুম এ যাওয়া। যাবার সবচে নিরাপদ সময় হল নভেম্বরের শেষ এর পর শীতকাল... তখন পানি কম থাকে ভয় কম লাগে- এডভেন্চারও কম লাগে নাফাখুম যাবার খরচ আগের চেয়ে বেড়ে গিয়েছে। আমরা ঘুরে এলাম গত সপ্তাহে। ব্লগ থেকে যা খরচের ধারনা নিয়ে গিয়েছিলাম সময়ের সাথে সাথে সেটা চেঞ্জ হয়ে গিয়েছে আবার ঐ এলাকার লোকজন 'ব্যাবসা'-ও শিখে গিয়েছে!!! দল হিসেবে ৬থেকে৮জন করে ইউনিট হলে আমার মনে হয় সবচে সুবিধা। কারন মাঝি আর গাইড বাদে নোউকায় ৭-৮ জন এর বেশি উঠা ঠিক না।

যা হোক , খরচের ধরনটা হবে এমন- --প্লাস্টিকের মজবুত স্যনডেল। পুরান ঢাকা থেকে ১৩০ টাকা দিয়ে কিনছিলাম। অসাধারন গ্রিপ আর পারফরমেনস। ওডোমস মাঝারি -৪৫ টাকা, ম্যালরিয়া প্রতিষেধক ট্যাব ক্লোরোকুইন ১৫ টাকা( ট্যুর শেষে এসে ১ সপ্তাহর আরেকটা খেতে হবে), নাপা, ওরস্যালাইন, ব্যাথানাশক, ব্যানড এইড- প্রয়োজনমত। -- ঢাকা থেকে বান্দরবান = ৬০০ টাকা (নন এসি) অথবা, ঢাকা- চিটাগাং=৫০০টাকা, চিটাগাং-বান্দরবান=১০০টাকা --বানদরবান- থানচি বাস= ১৯০ টাকা, রাস্তা ভাঙ্গা থাকার কারনে একবার বাস চেঞ্জ করতে হয় তাই টিকেট টা যত্ন করে রাইখেন - নৈলে ঐ বাস চেঞ্জ করার পর আবার ভাড়া দেয়া লাগতে পারে ।

চাইলে মাঝখানে নেমে নীলগিরি রিসোরট টা দেখে ফেলতে পারেন, পরের বাস ২ ঘন্টা পর আসে তখন ওটায় উঠে পরবেন। বাসের টাইম হল বান্দরবন থেকে সকাল ৮টা, ১০.৩০টা, ১২.৩০ এবং ২.৩০। থানচি থেকে- সকাল ৮টা, ১০টা, ১২টা, ২টা। -- থানচি পৌছে নৌকা পারাপার ৫ টাকা। -- বিজিবি এবং থানচি পুলিশের কাছে দলের সবার নাম, ঠিকানা, বাবার নাম, পেশা, ফোন নম্বর সেইসাথে মাঝি ও গাইডের নাম জমা দিতে হবে।

থানচি থেকে গাইড নেয়া বাধ্যতামূলক করে ফেলেছে বিজিবি। -- গাইড এর থাকা-খাওয়া আপনের দায়িত্ব সেই সাথে তাকে ৫০০টাকা/দিন হিসেবে দিতে হবে,আর ১০০টাকা গাইড সমিতিতে জমা দিতে হবে। এই গাইড আবার ণাফাখুম যাবে না- যাবে রেমাক্রি পর্যন্ত!! বাংগালী গাইড দের ধান্দা থাকে কিভাবে আপনার টাকা খসানো যায়। আমাদের গাইড ছিল আনোয়ার মিঞা। লোকটারে ভালই তবে সব জায়গায় আপনার খরচ বাড়িয়ে দেবে -- নৌকা ভাড়া পরবে রেমাক্রি যাওয়া আসা ৪৫০০ টাকা (২ দিনের হিসেবে)।

পাহড়ি মাঝি নেয়া ভাল তবে আজকাল কিছু অযোগ্য পাহাড়ি নাকি মাঝি হয়েছে। তাই বিজিবি এর কাছে পরামর্শ করে নেবেন। -- থানচি থেকে বড় সাইজের পলিথিন(পিস ২০-২৫টাকা) এবং রশি কিনে নেবেন। পলিথিনে আপনাদের ব্যাগগুলা ঢেকে নিবেন যাতে পানি না লাগে। আর রশি লাগবে ণাফাখুম যাবার সময়।

লাইফ জ্যাকেট নিতে পারেন ৫০ টাকা/দিন। লাইফ জ্যাকেটে আমার কোনো ভরসা নাই। -- ফোনের নেটওয়ারক আছে টেলিটক আর রবি-র। সেটা আবার তিন্দু পৌছহার আগেই নাই হয়ে যায়। সো নৌকায় উঠার সময় মোবাইল ঐ পলিথিনে ঢুকিয়ে নেবেন।

-- তিন্দু তে থাকার হোটেল হয়েছে , নাম- হোটেল ওয়ান আবাসিক। ৩ জনের ছিলাম এক রুমে- একটা ডাবল খাট আর আর একটা সিংগেল খাট এর । ভাড়া পরেছে ৩৫০ টাকা. খাওয়া পড়বে ৯০টাকা পার প্লেট। পাহাড়ি মুরগি সাথে ভাত আর আলু ভরতা/ ভাজি। চা ৫টাকা করেই।

সিগারেট কিনতে হলে এখানেই কিনে নিন। এরপর আর পাওয়া যায় না। -- পানি বেশি থাকলে রাজাপাথর পার হতে হবে পাশের জোকের পাহাড় ধরে। জোক ধরলেও ভয়ের কিছু নাই। রক্ত বেশি পরলে- ব্যান্ড এইড ক্রস করে লাগিয়ে নেবেন।

পানি বেশি থাকলে আর মাঝি ভাল না হলে ঐ অংশে নৌকায় পার না হওয়ায় উচিত সাতার না জানলে ভয় কারে কয় পাওয়া শুরু করবেন এর পর থেকে..। দুর্গ পাহার- বন্দর নামক একটা খরস্রোতা জায়গা পার হবার পর.... --রেমাক্রি থেকে আবার ঐ নাম-ধাম জমা দিবেন বিডিআরের কাছে। গাইড নিবেন। গাইড ৫০০টাকা আর সমিতি চারজ ১০০টাকা=টোটাল ৬০০ টাকা। সাথে নিবেন কলা - বিস্কিট-স্যালাইন।

(থানচি থেকে নিয়ে আসা গাইড বৈসা ঘুমাইবো, বিড়ি ফুকবো -- ফাউ ফাউ টাকাও লইব) এরকম কিছহু জায়গায় নৌকার বদলে হেটে পার হতে হবে.... --নাফাখুম এর দিকে যাবেন, ২ঘন্টা লাগে, ৩বার খাল পার হতে হবে- তাই সাতার না জানলে সাবধান। ঐ দড়ি যে নিয়া আসছহিলেন থানচি থেকে - ঐটা ইসতেমাল কৈরেন। স্রোত বেশি থাকলে আর সাহস বেশি নেয়ার দরকার নাই। ২য়বার ও ৩য়বার যখন খাল পার হটে হয় তখন গভিরতা বেশি। ২য়বার খাল পার হবার পর রাস্তা যায় আরো খারাপ হয়ে...।

-- নাফাখুম দেইখেন কিন্তু অনুরোধ নোংরা কইরেন না জায়গাটা। খাবারের প্যাকেট টা কস্ট করে সাথে করে নিয়ে এসেন। ঐখানে ফেলায়েন না। নাফাখুম ঘোরা শেষ ? - এরপর শুনলাম অন্যদিকে আরকটা ঝর্ণা আছে নাম- লিক্ষ্যং । রেমাক্রি থেকে ৩০ মিনিট নৌকায় যেয়ে ৩ঘন্টা ঝিরিপথে হেটে নাকি ঐখানে পৌছনো যায়!!!! -- রেমাক্রি তে চেয়ারম্যানের বাড়িতে ছিলাম, ২ বেলা খাওয়া ও একরুমের ভাড়া সহ ১৫০০ টাকা দিয়েছিলাম।

--রেমাক্রিখুম এ লাফালাফি করার চান্স মিস কৈরেন না যদি পানি কম থাকে- -- আসার সময় থানচি -বা.বন এর রাস্তায় নীলগিরি পার হবার পর মেঘের খেলায় মন টা জুরিয়ে গিয়েছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।