আমাদের কথা খুঁজে নিন

   

রোগীর খাবারে বরাদ্দ বাড়ছে ৫০ টাকা

এ প্রস্তাবে সম্মতি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়।
এই সিদ্ধান্তের ফলে সরকারি হাসপাতালে খাবার বাবদ প্রত্যেক রোগীর জন্য দৈনিক বরাদ্দ বেড়ে ১২৫ টাকা হচ্ছে।
বর্তমান সরকারের সময়ই ২০০৯ সালে রোগীদের খাবারের বরাদ্দ  ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা করা হয়। তবে গত কয়েক বছরের মূল্যস্ফীতির কারণে এই বরাদ্দের পরিমাণ আরো বাড়ানোর দাবি জানিয়ে আসছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। 
সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের জন্য সাধারণত তিন বেলা খাবারের ব্যবস্থা করা হয়। রোগীর অবস্থা অনুযায়ী এই খাবারে মাছ, মাংস বা ডিম থাকলেও বরাদ্দ কম হওয়ায় এর মান নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়ে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সারা দেশে উপজেলা পর্যায় পর্যন্ত সাড়ে চারশ হাসপাতালে ১৮ হাজার শয্যা রয়েছে।  
এর বাইরে মেডিকেল কলেজসহ জেলা পর্যায় ও বিশেষায়িত ১২৪টি হাসপাতালে ৪৭ হাজারেরও বেশি রোগী ভর্তির জন্য শয্যার ব্যবস্থা রয়েছে। 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.