আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদপুরে যুগান্তরের বিরুদ্ধে মানহানি মাম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে আপত্তিকর সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে চাঁদপুর আদালতে ২০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে যুগান্তরের প্রকাশক সালমা ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, চিফ রিপোর্টার এনাম আহমেদ ও বার্তা সম্পাদক আবদুর রহমানকে। আগামী ১১ মার্চ চাঁদপুর আদালতে সশরীরে তাদের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যুবলীগ নেতা কাজী এনামুল হক শামীম বাদী হয়ে গতকাল চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে'র আদালতে মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, ১৩ জানুয়ারি যুগান্তর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ছবিসহ 'হেভিওয়েট প্রার্থীরা যে কারণে বাদ পড়লেন' শীর্ষক শিরোনামসহ সংবাদ ও ছবি প্রকাশ করে, যা খুবই আপত্তিকর। এতে দলীয় নেতা হিসেবে একই সঙ্গে বাদীর মানও ক্ষুণ্ন হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.