নালিতাবাড়ী উপজেলায় গোয়েন্দা পুলিশের করা দুটি মামলায় গ্রেফতার আতঙ্কে ১৫ দিন ধরে পুরুষশূন্য পাঁচটি গ্রাম। দিনের বেলা দু-একজনকে কাজকর্ম করতে দেখা গেলেও সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে তারা চলে যান নিরাপদ স্থানে। স্থানীয়রা জানান, প্রতি রাতে পুলিশের অভিযানের ভয়ে ডেকরাপাড়া, বাজুপাড়া, নয়াপাড়া, বন্ধধারা ও বাইগর পাড়া গ্রামের প্রায় চার হাজার পুরুষ পালিয়ে বেড়াচ্ছেন। তবে গোয়েন্দা পুলিশের ওসি নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, নিরপরাধ কাউকে হয়রানি করা হয়নি। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গত ২৫ মার্চ গোয়েন্দা পুলিশ উপজেলার নন্নীবাজারে মদসহ হাবিবুর রহমানকে আটক করে। পরে তার ভাষ্যমতে গ্রেফতার করা হয় মাদক বিক্রেতা শাহীন মিয়াকে। এ সময় স্থানীয়রা জড়ো হয়ে শাহীনকে ছিনিয়ে নিয়ে পাঁচ পুলিশকে গণপিটুনি দেয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে ও পুলিশের কাজে বাধা দেওয়ায় অজ্ঞাতনামা ২৫০-৩০০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।