সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত গ্রহণের নূ্যনতম মেয়াদ পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে জনসাধারণ ও প্রতিষ্ঠানের নিকট থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগ্রহ করা সব প্রকার আমানত গ্রহণের নূ্যনতম মেয়াদ ৩ (তিন) মাস নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনা অনুযায়ী তিন মাস মেয়াদে আমানত নেওয়া শুরু করেছে দেশের প্রথম শরিয়াহ্ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল)। এ ধরনের আমানতের ওপর মুনাফা ঘোষণা করেছে আইএফআইএল কর্তৃপক্ষ। এতে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে কোনো পরিমাণ অর্থ তিন মাসের জন্য ১২% (প্রভিশনাল) হার মুনাফায় আমানত রাখতে পারবেন। বিজ্ঞপ্তি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।