আমাদের কথা খুঁজে নিন

   

অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি ২৫ ফেব

আলোচিত লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণ মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছেন আদালত। মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণ ঘটনায় ৯ জনকে অভিযুক্ত করে ১০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এতে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলাম ও তার ছেলে হারুন ইজহারসহ ৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। গতকাল অভিযোগপত্রটি সংশ্লিষ্ট বিচারিক আদালত চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালতে আসে। আদালত অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার ওপর ২৫ ফেব্রুয়ারি সময় নির্ধারণ করেন।

আদালত সূত্রে জানা গেছে, অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে মুফতি ইজহারুল ইসলাম জামিনে রয়েছেন। মুফতি হারুন ইজহার ঢাকার শাপলা চত্বরে হেফাজতের লংমার্চে সহিংসতা মামলার আসামি হিসেবে ঢাকায় কারান্তরীণ। অন্যদের মধ্যে হাবিবুর রহমান, মোহাম্মদ ইছহাক, মনির হোসেন, আবদুল মান্নান, তফসির আহমেদ ও মোহাম্মদ জুনায়েদকে গতকাল আদালতে হাজির করে পুলিশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.