আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যুর পর যদি সৃষ্টিকর্তার দেখা পেতেন তাহলে কী করতেন ... ?

তন্ময়-অন-রান.ব্লগস্পট.কম আমাদের মাঝে তো অনেক ধর্ম, অনেক মত। প্রতিটি ধর্মেই সৃষ্টিকর্তাও আছে। আছে শাস্তি-পুরস্কার বা স্বর্গ-নরক। আর আমাদের মাঝে কেউ এগুলোকে মানেন, কেউ মানেন না। এতে তো নূন্যতম কোন সমস্যাও নাই।

কিন্তু ঘটনা ঘটে এর পরে। হয় মারামারি, নির্যাতন, সামাজিক ভাবে হেয় করা, খুন ... অনেক কিছু, শুধু মাত্র এই এক "ধর্ম"-কে বর্ম বানিয়ে এসব করা হয়। তাই ধর্ম আর সৃষ্টিকর্তা নিয়ে কিছু বলতে ভয় লাগে। একই কারণে নিজ ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম নিয়ে মন্তব্য করি না। কিন্তু ব্লগে আস্তিক-নাস্তিক ঝগড়া, গালাগালি, হিন্দু-মুসলিম পারস্পারিক হেয় করবার চেষ্টা ইত্যাদি দেখতে দেখতে একটা কথা বারবার মাথায় আসে।

যদি সত্যই এটা হয় যে আমি মারা যাবার পর ভগবানের দেখা পেলাম, তাহলে তাকে একটা কথা জিজ্ঞাসা করবো বলে ঠিক করে রেখেছি : "ভগবান, তুমি এইখানে বসে বসে আয়েস করতেছো। আর পৃথিবীতে তোমার নাম ভাঙ্গিয়ে কী-ই না হচ্ছে। একবার পৃথিবীতে যেয়ে এই আস্তিক-নাস্তিক সহ যাবতীয় ধর্ম রিলেটেড সমস্যার সমাধান করে দিয়ে এসো। তারপর না হয় আবার এখানে ফিরে এসে একটা লম্বা ঘুম দিও। " আমি জানি এহেনো চিন্তা কতটা ছেলেমানুষি।

কিন্তু এর বাইরে আর কোন কিছু মাথায় আসে না। ______________ ব্যাক লিংক :: ডোন্ট ক্লিক  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.