আমাদের কথা খুঁজে নিন

   

মাগুরায় আন্তর্জাতিকমানের স্টেডিয়াম তৈরি করা হবে

মাগুরায় আন্তর্জাতিকমানের স্টেডিয়াম তৈরির ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার এমপি। এছাড়া মাগুরার সার্বিক উন্নয়নের জন্য জেলার সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মাগুরা-২ আসন থেকে নির্বাচিত এ সংসদ সদস্য। আজ মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা শহরের নেমানী ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঘোষণা দেন।

বিকেলে ঢাকা থেকে মাগুরায় পৌঁছার পর নেতাকর্মীদের বিশাল শোভাযাত্রা নিয়ে শহরে প্রবেশ করেন। পরে জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি  রেজাউল হক মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণ সংবর্ধনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসির বাবলু, যুগ্ম সম্পাদক আলহাজ্ব গোলাম মওলা, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-সম্পাদক পঙ্কজ সাহা, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, ছাত্রলীগ সভাপতি শেখ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেলসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.