বুধবার সকালে আম আদমি পার্টির এই নেতাকে দিল্লির গাজিয়াবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
এদিকে, দিল্লির কেন্দ্রস্থলে ওই ধর্মঘটকে কেন্দ্র করে আম আদমি পার্টির প্রতিবাদকারীদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছে দিল্লি পুলিশ। এই প্রতিবাদে নেতৃত্ব দিয়েছিলেন কেজরিওয়াল। তবে এজাহারে কারো নাম উল্লেখ করা হয়নি।
দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত বা বদলি না করায় কেন্দ্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে সোমবার সকাল থেকে অবস্থান ধর্মঘট শুরু করেন কেজরিওয়াল।
ওইদিন সারারাত প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে দিল্লির রাস্তায় অবস্থান করেন তিনি। রাতে কম্বলমুড়ি দিয়ে রাস্তায়ই ঘুমান মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির গভর্নর নাজিব জঙ্গ এর অনুরোধে ধর্ণা প্রত্যাহার করেন তিনি।
অবস্থান ধর্মঘট চলাকালেই তাকে ভয়ানকভাবে কাশতে দেখা গেছে। হাসপাতালে তার সংক্রমণের ধরন পরীক্ষা করে দেখা হচ্ছে।
ধর্ণা কর্মসূচীকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরের দিকে কেজরিওয়ালের আম আদমি পার্টির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ হয়। পার্টির নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে আম আদমি পার্টির লোকজন।
দিল্লির মুখ্যমন্ত্রীর এই অবস্থান ধর্মঘটের কারণে ভারতের রাজধানীতে ট্র্যাফিক জ্যাম সৃষ্টি হয়। বন্ধ করে দেয়া হয় প্রধান চারটি মেট্রো রেল স্টেশন।
এ কারণে রোববার ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়।
এরপর পুলিশের বিরুদ্ধে আম আদমির আনা অভিযোগ খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়ে কেজরিওয়ালকে ধর্মঘটন প্রত্যাহারের অনুরোধ জানান দিল্লির গভর্নর জঙ্গ। তিনি দিল্লি সরকারে ভারতের কেন্দ্রিয় সরকারের প্রতিনিধি।
পরে অবস্থান ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়ে কেজরিওয়াল বলেন, তিনি যেসব পুলিশ কর্মকর্তার অপসারণ চেয়েছিলেন তাদের মধ্যে দুইজনকে ছুটিতে পাঠানো হয়েছে, “তাই ধর্ণা কর্মসূচী আজকের মতো সমাপ্ত করা হল। ”
গভর্নরের অনুরোধে কেজরিওয়ালের ধর্মঘট প্রত্যাহার করাকে অনেকেই ‘মুখ বাঁচানোর’ কৌশল বলে বিবেচনা করছেন বলে জানিয়েছে এনডিটিভি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।