আমাদের কথা খুঁজে নিন

   

"সমকামিতা" এবং "গণতন্ত্র"

দুর্বার প্রতিক

আজ থেকে কয়েক শত বছর পূর্বে সারা বিশ্বে একযোগে "সমকামিতাকে" একটি ব্যাধি হিসাবে চিন্হিত করা হত, সেই সময় "সমকামিতা" নামক এই ব্যাধির চিকিত্সা হিসাবে ব্যাবহার করা হত ইলেক্ট্রিকাল ট্রিটমেন্ট , ড্রাগ Medication ইত্যাদি । আর আজকে :- ইউরোপ আমেরিকা সহ পশ্চিমা বিশ্বে ব্যাপারটা এরকম দাড়িয়েছে যে "সমকামিতাকে যারা ব্যাধি বলছে , তাদেরকে অসুস্থ হিসাবে ধরা হয় এবং ওই সকল ট্রিটমেন্ট তাদের জন্যে বরাদ্দ হতে পারে"।

এই শতকের কয়েকযুগ যুগ পর্যন্ত হলেও ফিনল্যান্ড-আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের অনেক দেশে এলকোহল নিষিদ্ধ ছিল পুরোদমে :- "এলকোহল" আসক্তি সমাজের জন্য একটা চরম "জাতীয় অবক্ষয়" এই ধারনাটা পশ্চিমা বিশ্ব পায় ধর্মীয় জ্ঞান এর মাধ্যমে । নাস্তিকটাতে তো "পরিবারের সদস্যদের" সাথে যৌনকর্মকেও বৈধতা দেয়, আর ধর্মীয় জ্ঞান এর কারণেই মানুষ বরবরোচিত এই পাশবিক ধারণা থেকে মুক্তি পেল ।

গণতন্ত্র হলো :-সংখ্যাগরিষ্ঠ জনগনের মতের উপরে গড়ে ওঠা তন্ত্র যেখানে একটি সমাজের বেশিরভাগ মানুষ ভালোকে ভালো বললে তা জাতীয়ভাবে ভালো আর খারাপকে ভালো বললে তা জাতীয় ভাবেই স্বীকৃত আইন| আর তাইতো, আজ বিশ্বের অনেক দেশে "সমকামিতা" এবং "মাদকাসক্ত" জাতীয়ভাবে বৈধতা পাচ্ছে অকপটে ।

বাংলাদেশও বিশ্বয়িক এই ভো-দৌড়ে পিছিয়ে নেই রে মগা, সমকামী "রুপবান" মাসিক পত্রিকা বেরিয়ে পরলো বটে !! হয়তো জাতির অনেকেরই স্বপ্ন পূরণ হতে বসলো বলে !!!

"খারাপকে খারাপ বলতে কেবলমাত্র শেখায় আল্লাহ, "মানবের কোনো তন্ত্র" কোনদিন ভালো জ্ঞান দিতে প্রস্তুত না, তাই আল্লাহ প্রদত্ব শাসন প্রণালী ছাড়া বাকি সব এক নিমিষেই বাতিল বাতিল বাতিল " ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।