আমাদের কথা খুঁজে নিন

   

‘সমকামিতা লুকাতে স্ত্রী খুন’

বিবিসি বলছে, ওই ব্যক্তির নাম যশবীর রাম গিন্দে। ও তার নিহত স্ত্রীর নাম বারকা রাণী। বিয়ের মাত্র কয়েকমাস পরই তিনি এ ঘটনা ঘটান।

গিন্দের বিরুদ্ধে অভিযোগ, তিনি ভ্যাকুয়াম ক্লিনারের ধাতব দণ্ড দিয়ে রাণীর ওপর হামলা চালান।

এরপর স্ত্রীর লাশটিকে বাগানে নিয়ে দাহনযন্ত্র দিয়ে ভস্মীভূত করেন।

এসময় প্রতিবেশীদের বলেন, ময়লা-আবর্জনা পোড়াচ্ছেন তিনি।

ওলভারহ্যাম্পটন ক্রাউন কোর্টে তার বিরুদ্ধে দায়ের মামলার শুনানিতে এসব তথ্য উঠে আসে।

২৯ বছর বয়সী গিন্দে অনিচ্ছাকৃত হত্যার কথা স্বীকার করলেও খুনের অভিযোগ অস্বীকার করেন।

জানা গেছে, ২০১৩ সালের মার্চে ভারতে গিন্দে ও ২৪ বছর বয়সী রাণীর বিয়ে হয়। এরপর ভিসা পাওয়ার পরিপ্রেক্ষিতে অগাস্টে স্বামীর সঙ্গে বসবাসের জন্য যুক্তরাজ্যে চলে আসেন রাণী।

আইনজীবী ডেবোরাহ গৌল্ড জানান, গিন্দে ২০০৮ সালের প্রথমদিকে তার এক বন্ধুকে বলেছিলেন, পুরুষের প্রতি তিনি আকর্ষণ বোধ করেন।

গৌল্ড আরো বলেন, ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর খুন হওয়ার মাসখানেক আগে পরিবারের কাউকে রাণী বলেছিলেন, তার বাসার কেউ ইন্টারনেটে দাহনযন্ত্রের খোঁজ করেছে।

প্রথমদিকে গিন্দে পুলিশকে বলেছিলেন, তার স্ত্রী তাকে ব্যবহার ভিসা নিয়ে যুক্তরাজ্যে আসার পর তাকে ছেড়ে চলে গেছে।

মামলাটি এখনো বিচারাধীন।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।