আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি-জামায়াত সম্পর্ক অটুট দূরত্বের ভান 

প্রধান মিত্র বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক অটুট আছে। সাময়িক দূরত্বকে কৌশল বলছে জামায়াত। তাদের সম্মতিতেই বিএনপি লোকদেখানো দূরত্ব সৃষ্টির ভান করছে। জামায়াত নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। প্রতিকূল পরিস্থিতি থেকে মুক্ত হওয়া এবং মধ্যবর্তী নির্বাচনের জন্য জামায়াত ১৮ দল থেকে সরে দাঁড়াতে প্রস্তুত।

গত সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করে বিএনপি। গত রবিবার রাত পর্যন্ত সিদ্ধান্ত ছিল ১৮ দলের ব্যানারে গণসমাবেশ হবে। শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত বাদ দিয়ে জামায়াত ছাড়াই সমাবেশ করে বিএনপি। এর কারণ সহিংসতার দায়ে অভিযুক্ত জামায়াতের সঙ্গ ছাড়তে, সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে বিএনপির ওপর চাপ রয়েছে। তবে এ বিষয়ে জামায়াতের কোনো নেতা নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি। জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জামায়াতপন্থি প্রকৌশলী সংগঠনের এক নেতা জানান, রবিবার মধ্য রাতে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই বিএনপি দলীয় ব্যানারে গণসমাবেশ করার সিদ্ধান্ত হয়। জামায়াত নেতাদের সমাবেশ থেকে দূরে থাকতে অনুরোধ জানায় বিএনপি। তিনি জানান, বিএনপির সঙ্গে সম্পর্ক অটুট রয়েছে। কৌশলগত কারণে আপাতত দূরত্ব বজায় রাখা হয়েছে। প্রয়োজনে এ দূরত্ব হ্রাস বা বৃদ্ধি পেতে পারে। সমাবেশে নেতারা অনুপস্থিত থাকলেও জামায়াতের সাধারণ পর্যায়ের কর্মী-সমর্থকরা গণসমাবেশে যোগ দেন। পল্টন, মতিঝিল, শাহবাগসহ পাশর্্ববর্তী থানার কর্মী-সমর্থকদের সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির কর্মীদের সঙ্গে মিলেমিশে থাকতে দেখা যায়। যাদের অনেকেই জামায়াতের মিছিল-সমাবেশের পরিচিত মুখ। এদের একজন রমনা থানা জামায়াতের কর্মী হাবিবুর রহমান জানান, নেতারা না এলেও কর্মীদের আসতে বলা হয়েছিল। বিএনপি জামায়াতকে এড়িয়ে চলছে- এতে দলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ বা হতাশ কিনা? এ প্রশ্নে জামায়াতের মজলিশে শূরার এ সদস্য বলেন, এটা তো উভয় দলের সম্মতির ভিত্তিতে নেওয়া কৌশল। এখানে রাগ-ক্ষোভের কিছু নেই। সবকিছুই স্বাভাবিক আছে। প্রকাশ্য কর্মসূচিতে সম্পর্ক যেমনই থাক নেপথ্য সম্পর্ক আগের মতোই আছে। জামায়াত সূত্র জানায়, গত দুই বছরে জামায়াত-শিবিরের প্রায় ৪০০ নেতা-কর্মী নিহত হয়েছেন। গত এক মাসে 'ক্রসফায়ারে' নিহত হয়েছেন ৯ জন। আহত ও পঙ্গু হয়েছেন আরও কয়েক হাজার। হাজার হাজার নেতা-কর্মী জেলে। প্রতিদিনই নতুন করে আরও ৫০-৬০ জন গ্রেফতার হচ্ছেন। দলের অন্তত পাঁচ লাখ নেতা-কর্মী বিভিন্ন মামলার আসামি হয়ে ফেরার। তৃণমূলের সাধারণ কর্মী-সমর্থকরাও আত্দগোপনে। তাদের মাঠের রাজনীতি পুরোপুরি স্থবির। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে বিতাড়িত হয়ে গেছে শিবির। কয়েক হাজার নেতা-কর্মীর শিক্ষাজীবন ঝুলে গেছে। জামায়াত নেতারা জানান, জোট না থাকলেও বিএনপি ক্ষমতায় গেলে জামায়াত-শিবিরের ওপর এমন চাপ থাকবে না। মুক্তভাবে রাজনীতি করার সুযোগ পাওয়া যাবে। নির্বাচন ছাড়া বিএনপির ক্ষমতায় যাওয়ার উপায় নেই। তাই মধ্যবর্তী নির্বাচনের স্বার্থে জামায়াত জোট ছাড়তেও রাজি। সরকার সংলাপের মাধ্যমে মধ্যবর্তী নির্বাচনের জন্য বিএনপিকে জামায়াত ছাড়ার শর্ত দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও বিএনপিকে জামায়াত ছাড়ার পরামর্শ দিয়েছে। জামায়াত সূত্র জানায়, প্রতিকূল পরিস্থিতি থেকে মুক্ত হতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় আওয়ামী লীগ যদি মধ্যবর্তী নির্বাচনে রাজি হয় তাহলে জামায়াত নিজেই জোট ত্যাগে প্রস্তুত। জামায়াতের ঢাকা মহানগর ও বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিকূল পরিস্থিতি থেকে উত্তরণে বিএনপির সঙ্গে মিত্রতার চেয়েও অনেক বেশি প্রয়োজন ক্ষমতা থেকে আওয়ামী লীগের বিদায়। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে জামায়াতকে ততদিন এমন কোণঠাসা হয়েই থাকতে হবে। জামায়াতকে নিষিদ্ধ না করেই গুঁড়িয়ে দেবে সরকার। জোটে না থাকলেও সমস্যা হবে না- এ বিষয়টি ব্যাখ্যা করে জামায়াত নেতারা বলেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে দূরে রাখতে প্রয়োজনে জামায়াত নির্বাচনে অংশ নেবে না। বিএনপির পক্ষে কাজ করবে। দলটি মনে করে, বিশ্বাসযোগ্য নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। তখন জামায়াত ক্ষমতার শরিক না হলেও এখনকার মতো চাপে থাকবে না। এদিকে বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমাদের জোট আছে, জোট থাকবে। আওয়ামী লীগ স্বৈরাচারের সঙ্গে ঘর করতে পারলে আমাদের দোষ কোথায়। তিনি বলেন, গত সাত বছর ক্ষমতার বাইরে আছি, দরকার হলে আরও কিছুদিন অপেক্ষা করব। তবে ক্ষমতায় এলে নির্যাতনকারীদের আইনের মাধ্যমে বিচার করা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.