আমাদের কথা খুঁজে নিন

   

কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা

কাস্টমসের নিলাম শাখা থেকে সর্বোচ্চ দরদাতাকে গাড়ি সরবরাহে ঘুষ দাবির মামলায় কাস্টমসের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল মহানগর সিনিয়র স্পেশাল জজ এস এম মুজিবুর রহমান গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আসামিরা হলেন, চট্টগ্রাম কাস্টমসের সাবেক কমিশনার একেএম শাহাবুদ্দিন নাগরী, সহকারী কমিশনার মোহাম্মদ সাজেদুল হক, প্রিভেন্টিভ অফিসার বাহারুল আলম, কাস্টমসের আইন শাখার অ্যাপ্রেইজার আবুল হাশিম প্রধান, নিলাম শাখার প্রিন্সিপ্যাল অ্যাপ্রেইজার আবু হায়দার, সিনিয়র প্রিন্সিপাল সুপারিনটেনডেন্ট প্রভাস চন্দ্র তরফদার ও সাবেক অ্যাপ্রেইজার এন কে বড়ুয়া, আইন শাখার অফিস সহকারী কাজল নন্দী, সাবেক প্রিন্সিপ্যাল অ্যাপ্রেইজার আমিনুল ইসলাম, কাস্টমসের সাবেক অতিরিক্ত কমিশনার মাশুক আল হোসাইন, বর্তমান সিনিয়র প্রিন্সিপাল সুপারিনটেনডেন্ট একেএম ফজলুল হক, গাড়ির আমদানিকারক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. রুহুল আমিন ও সিএন্ডএফ এজেন্ট মেসার্স টেন স্টার করপোরেশনের অন্যতম মালিক মো. ইমরান।

জানা যায়, ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি কাস্টমসের নিলামে অংশগ্রহণ করে ৫ লাখ ৫২ হাজার টাকায় একটি প্রভোঙ্ ভ্যান ও ওয়াগনের সর্বোচ্চ দরদাতা হন নগরীর মোহরার মোহাম্মদ হাসান আলী। কিন্তু তাকে গাড়িটির জন্য তৎকালীন কাস্টমস কমিশনার একেএম শাহাবুদ্দিন নাগরী বিভিন্নভাবে হয়রানি ও এক লাখ টাকা ঘুষ দাবি করেন।

এক পর্যায়ে ২৪ জুন কমিশনারের এক আদেশে বলা হয়, ৭ জুলাইয়ের মধ্যে আমদানিকারক গাড়িটি খালাস করতে পারবে। অন্যথায় সেটি সর্বোচ্চ দরদাতাকে দেওয়া হবে। পরবর্তীতে হাসান আলী খোঁজ নিয়ে জানতে পারেন, গাড়িটি তাকে না দিয়ে ৩ লাখ ৮৭ হাজার ৬০ টাকায় আমদানিকারককে দেওয়া হয়েছে।

এ ঘটনায় ২০০৯ সালের ২ জুলাই হাসান আলী চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক কেএম মিছবাহ উদ্দিন শাহাবুদ্দিন নাগরীসহ ১৩ জনের সম্পৃক্ততা পান।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ বলেন, অভিযোগ পত্রটি বিচারকের সামনে উপস্থাপন করা হলে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.