চট্টগ্রাম আদালত ভবনে প্রবেশপথে তোরণ নির্মাণকাজ বন্ধে জেলা পরিষদের প্রশাসকসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে স্থানীয় আইনজীবী সমিতি। গতকাল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. কামাল উদ্দিন বাদী হয়ে জ্যেষ্ঠ সহকারী জজ সাইফুর রহমান মজুমদারের আদালতে মামলাটি করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত নির্মাণকাজ বন্ধ রাখতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন। একই সঙ্গে বিবাদীদের কারণ দর্শানোর নোটিস দেন। মামলার বিবাদীরা হলেন_ জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ, জেলা প্রশাসক আবদুল মান্নান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা সরওয়ার জাহান। আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চন্দন দাশ বলেন, আদালত ভবনে প্রবেশ পথে তোরণ নির্মাণের উদ্যোগ জনস্বার্থ বিরোধী। এটি চট্টগ্রাম আদালত ভবনের ১২৫ বছরের ঐতিহ্যের সঙ্গে বেমানান। আমরা এ তোরণ নির্মাণে স্থায়ী নিষেধাজ্ঞা চাই।
জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম বলেন, আইনজীবীরা এই তোরণ না চাইলে কাজ বন্ধ থাকবে। জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে সব সরকারি অফিসেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই তোরণে এখানে যতগুলো অফিস আছে সেগুলোর নাম দেওয়া হবে। এখানে যে যে সরকারি সেবা দেওয়া হয় তাও উল্লেখ থাকবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।