অবশেষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছেন ইউক্রেনের প্রসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। ইইউর পররাষ্ট্রনীতি প্রধান ক্যাথরিন অ্যাস্টন গতকাল সাংবাদিকদের এ খবর জানিয়েছেন। তিনি নিশ্চিত করেন যে, ইয়ানুকোভিচ ওই চুক্তিতে স্বাক্ষর করতে চেয়েছেন। তবে কবে ওই চুক্তিতে স্বাক্ষর করবেন এ ব্যাপারে তিনি কিছু জানাননি। এদিকে ইউক্রেনের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অবরোধ আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউস থেকে জানানো হয়, যদি ইউক্রেন সরকার সরকারবিরোধীদের বিরুদ্ধে কোনো রকমের অভিযান চালায় তবে দেশটির ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত এবং রাশিয়ার প্রভাবমুক্ত করার দাবিতে প্রায় এক মাস যাবত দেশটিতে বিক্ষোভ করছে সরকারবিরোধীরা। দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতা বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছে ওবামা প্রশাসন। এরমধ্যে অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টি অন্যতম। কয়েকদিন আগে কিয়েভের স্বাধীনতা চত্বরে অবস্থিত সোভিয়েত প্রতিষ্ঠাতা লেনিনের মূর্তি ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। বুধবার বিক্ষোভাকারীদের অবস্থান লক্ষ্য করে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। হোয়াইট হাউসের ডেপুটি মুখপাত্র জশ আর্নেস্ট জানান, যেভাবে ইউক্রেন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইছে তাতে যুক্তরাষ্ট্র 'আতঙ্কিত'। আলজাজিরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।