রাফায়েল নাদালের ১৪তম গ্র্যান্ড স্লাম জয় যে এখন শুধু সময়ের ব্যাপার মাত্র তা বলাই যায়! অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনালের আগেই কাল 'মহা ফাইনালে' জিতেছেন এই স্প্যানিশ তারকা। সরাসরি তিন সেটে টেনিস কিংবদন্তি রজার ফেদেরারকে হারিয়েছেন তিনি। আগামীকাল ফাইনালে সুইস ভাভরিঙ্কাকে হারাতে পারলেই পিট সাম্প্রাসের ১৪টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছুয়ে ফেলবেন নাদাল। সামনে থাকবে কেবল ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরারের রেকর্ডটি।
মনে প্রবল জোর থাকলে হাজারও বাধা অতিক্রম করা যায় অনায়াসে, হাতের ইনজুরি নিয়ে কোর্টে নেমে তাই যেন প্রমাণ করলেন রাফায়েল নাদাল।
সেমিফাইনালে পাত্তাই দিলেন না চিরপ্রতিদ্বন্দ্বী ফেদেরারকে। সরাসরি ৭-৬ (৭-৪), ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে পেঁৗছে গেলেন ফাইনালে। যদিও প্রথম সেটে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সমানে সমান। কিন্তু পরের দুই সেটে অনায়াসেই হেরে যান ফেদেরার। নাদালের দাপুটে এই জয়ে স্বপ্ন ভেঙে গেল সুইস তারকার।
অস্ট্রেলিয়ান ওপেনে নাদাল-ফেদেরারের তৃতীয় সাক্ষাৎ এটি। কিন্তু টানা টানা তিনবারই জয় পেয়েছেন নাদাল। শুধু তাই নয়, ২০০৭ সালের উইম্বলডনের পর কোনো গ্র্যান্ড স্লাম লড়াইয়েই ফেদারারের কাছে হারতে হয়নি নাদালকে। সেই ধারাবাহিকতাই যেন রাখলেন আরেকবার। অস্ট্রেলিয়ান ওপেনে দারুণ এই জয়ে উচ্ছ্বসিত স্প্যানিশ তারকা।
নাদাল বলেন, 'এই ম্যাচে আমি টুর্নামেন্টের সেরা খেলাটা খেলেছি। সত্যিই আমি অভিভূত। ভাবতেই পারিনি আমি এত ভালো খেলতে পারব। তা ছাড়া গত বছর আমি ইনজুরির কারণে এই টুর্নামেন্টে খেলতেই পারিনি। সে কারণে এবার ফাইনালে উঠতে পেরে খুবই ভালো লাগছে।
' অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয়বারের মতো ফাইনালে উঠলেন নাদাল। আর তার প্রতিপক্ষ ভাভরিঙ্কা কোনো গ্র্যান্ড স্লাম লড়াইয়েই প্রথমবারের মতোই ফাইনালে উঠলেন। তারপরেও প্রতিপক্ষকে হালকা করে দেখছেন না স্প্যানিশ তারকা। ফাইনালে তিনি আক্রমণাত্দক মেজাজেই খেলবেন বলে জানিয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।