আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রীকে অভিনন্দন অব্যাহত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্নির্বাচিত হওয়ায় বিভিন্ন দেশ ও বিশ্বসংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানানোর প্রক্রিয়া অব্যাহত আছে। গতকাল অভিনন্দন জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়ো, বিশ্ব বাণিজ্য সংস্থা ডবি্লউটিওর মহাপরিচালক রবার্তো আজেভেদো এবং বিশ্ব আবহাওয়া সংস্থা ডবি্লউএমওর সাধারণ সম্পাদক এম জেরার্ড। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুসারে, অভিন্দন বার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট রাজনীতি, অর্থনীতি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। অভিনন্দন বার্তায় ডবি্লউটিওর মহাপরিচালক রবার্তো আজেভেদো শেখ হাসিনার নেতৃত্বে 'জোরদার ও টেকসই বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা'য় বাংলাদেশের দীর্ঘস্থায়ী অঙ্গীকারের প্রশংসা করেন এবং ২০১৩ সালের ডিসেম্বরে বালিতে ডবি্লউটিও নবম সম্মেলনে সাফল্য অর্জনে তার অবদানের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এর আগে বুধবার প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম কারিমভ ও ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আঙ্কটাড) সেক্রেটারি জেনারেল মুখিসা কিটুই। অভিনন্দন বার্তায় উজবেক প্রেসিডেন্ট আশা করেন- দুই দেশের স্বার্থে বন্ধপ্রতিম দেশ দুটির বিদ্যমান বন্ধুত্ব ও বন্ধন আগামী দিনে অধিকতর জোরদার হবে। পৃথক বার্তায় আঙ্কটাডের সেক্রেটারি তার সংগঠনকে বাংলাদেশ সরকারের সহযোগিতার কথা স্মরণ করে বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখতে তার সংগঠন প্রস্তুত রয়েছে। অন্যদিকে, নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে অভিনন্দন জানিয়েছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী, ঢাকার রাশিয়ার রাষ্ট্রদূত ও সার্কের সেক্রেটারি জেনারেল।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.