আমাদের কথা খুঁজে নিন

   

চাগতাই বংশের অভ্যুত্থান

ত্রয়োদশ শতাব্দীতে মোঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খানের মৃত্যুর অব্যবহিত পরে বিশাল মোঙ্গল সাম্রাজ্য বিভক্ত হয়ে যায়। স্বীয় পুত্রদের মধ্যে এই বিশাল সাম্রাজ্য ভাগ করার নির্দেশ দেন স্বয়ং চেঙ্গিস খান। চতুর্দশ শতাব্দীতে চেঙ্গিস খানের দ্বিতীয় পুত্র চাগতাই মধ্য এশিয়ার ট্রান্সঅঙ্য়িানার ওপর স্বীয় কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত করেন। চেঙ্গিসের রাজত্বকালে তিনি ট্রান্সঅঙ্য়িানে প্রেরিত অভিযানে অংশগ্রহণ করেন এবং খাওয়ারিজম দখল করেন।

তিনি মোঙ্গলীয় রীতিনীতি ও পিতা চেঙ্গিস খানের আইনকানুনের ভিত্তিতে রাজ্য শাসন করতেন। এ কারণে তিনি মুসলমান প্রজাদের কাছে অত্যন্ত অপ্রিয় ছিলেন। কুতুবুদ্দীন হাবাস নামে তার একজন বিচক্ষণ মুসলমান মন্ত্রী ছিলেন। ১২৪১ খ্রিস্টাব্দে চাগতাই মৃত্যুবরণ করেন। তার প্রতিষ্ঠিত বংশ 'চাগতাই বংশ' নামে পরিচিত। ট্রান্সঅঙ্য়িানায় তার বংশধররা প্রায় দেড়শ বছর (১২২৭-১৩৬১ খ্রি.) রাজত্ব করেন। চাগতাই বংশের পরবর্তী শাসক ছিলেন চাগতাইয়ের পৌত্র কারা হালাকু। তিনি মোঙ্গল সম্রাট কায়ুক খান (১২৪১-৪৮) কর্তৃক সিংহাসনচ্যুত হন এবং তার স্থলে চাগতাইয়ের পঞ্চম পুত্র ইসু মঙ্গকীকে সিংহাসনে বসানো হয়। কিন্তু মহান খান মঙ্গুর (১২৪৮-৫৯) বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাকে হত্যা করা হয় এবং কারা হালাকু পুনরায় সিংহাসনে উপবেশন করেন। কারা হালাকুর মৃত্যুতে শাসনকার্য পরিচালনার দায়িত্ব সাময়িকীভাবে পালন করেন তার পত্নী ওরগানা। পরে অবশ্য ১২৬৬ খ্রিস্টাব্দে তার পুত্র মোবারক শাহ ক্ষমতা লাভ করেন।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.