গণতন্ত্র রক্ষার আন্দোলনে অবদান রাখতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন, ১৯-দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া। রাজধানীর গুলশান কার্যালয়ে গতকাল রাত সাড়ে ৮টার দিকে তিনি মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, '৫ জানুয়ারির নির্বাচন দেশে-বিদেশে কারোর কাছেই গ্রহণযোগ্য হয়নি। ১৯৭১ সালে আপনারা এ জন্য মুক্তিযুদ্ধ করেননি। ৩০ লাখ মানুষ এ জন্য জীবন দেয়নি। আর ২ লাখ মা-বোন এ জন্য ত্যাগ স্বীকার করেনি। গণতন্ত্রের জন্যই মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।' তিনি বলেন, 'নির্বাচনের নামে প্রহসন আর মানুষ হত্যা করে, জনগণের ভোটাধিকার হরণের মাধ্যমে জোরজবরদস্তি করে ক্ষমতা ভোগের জন্য মানুষ কাউকে ম্যান্ডেট দেয়নি। আজ মানুষের জীবনের নিরাপত্তা নেই। ঘর থেকে ধরে নিয়ে হত্যা করে বলা হয় বন্দুকযুদ্ধে মারা গেছে।' বেগম জিয়া বলেন, '১৫৪টি আসনে কোনো ভোট লাগেনি। বাকিগুলোতেও ৫ শতাংশের বেশি ভোট পড়েনি। কারণ সারা দেশের মানুষ এই প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করেছে। কিন্তু সেই নির্বাচন নিয়ে তারা তড়িঘড়ি করে সরকার গঠন করে বলছে, এ সরকার নাকি পাঁচ বছর থাকবে? আমি বলব, এ সরকার জনগণের সরকার নয়। কাজেই এ সরকার বেশি দিন টিকবে না। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তবে আলোচনার পথ খোলা আছে। আশা করব, যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার মাধ্যমে আরেকটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা হবে।' বিএনপির কেন্দ্রীয় নেতা ছাড়াও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতারা মতবিনিময়ে অংশ নেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।