আমাদের কথা খুঁজে নিন

   

তাহরির স্কয়ারের আদলে অভ্যুত্থানের স্বপ্ন

মিসরের তাহরির স্কয়ারের আদলে বাংলাদেশেও অভ্যুত্থান ঘটানোর স্বপ্ন দেখছে শিবির। এ লক্ষ্যে তারা নেতা-কর্মীদের প্রশিক্ষণও দিয়ে যাচ্ছে। বিশেষ কোনো ইস্যুতে অভ্যুত্থান ছাড়া রাষ্ট্রক্ষমতায় যাওয়া সম্ভব নয় বলে মনে করে শিবির। এজন্য সারা দেশে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের প্রস্তুত করছে সংগঠনটি। মিসরে গণঅভ্যুত্থানের মাধ্যমে হোসনি মোবারকের পতন ও ইসলামী ব্রাদারহুডের ক্ষমতা দখলের নানা দিক তুলে ধরে উজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে নেতা-কর্মীদের। গতকাল সিলেট নগরীর দরগা মহল্লায় শিবিরের একটি গোপন আস্তানায় অভিযানে উদ্ধার হওয়া বইপত্র, নথি ও প্রশিক্ষণ সামগ্রী থেকে এমন তথ্য পেয়েছে পুলিশ। অভিযানের পর প্রশিক্ষণপ্রাপ্ত শিবির নেতা-কর্মীদের সন্ধানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। দরগা মহল্লা পায়রা ৮২ নম্বর বাড়ির গোপন আস্তানায় অভিযানকালে শিবিরের নতুন রণকৌশল ও অর্থের উৎসের তথ্য পায় পুলিশ। উদ্ধার করা হয় অর্থের যোগানদাতাদের তালিকা। উদ্ধারকৃত কাগজপত্রের মধ্যে কিছু বই ও সিডি ছিল মিসরের তাহরির স্কয়ারের গণঅভ্যুত্থানের ওপর তৈরি। এর মধ্যে ছাত্র শিবিরের গবেষণা বিভাগের তৈরি 'মিসরে ইসলামের পুনর্জাগরণ' নামের একটি প্রশিক্ষণ বইয়ে রাষ্ট্রক্ষমতা দখল ও বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায় নেতা-কর্মীদের বিভিন্ন কৌশল বর্ণনা করা হয়েছে। বইটির ভূমিকায়ই তুলে ধরা হয়েছে ১৯২৮ সালে মিসরে 'আল ইখওয়ানুল মুসলিমিন' বা 'ইসলামী ব্রাদারহুড' গঠনের পঠভূমি। বইটিতে মিসরে ক্ষমতাসীনদের নির্যাতন-নিপীড়ন সহ্য করে ইসলামী ব্রাদারহুডের চূড়ান্ত বিজয়ের কথা তুলে ধরা হয়েছে। বইটির বিভিন্ন পর্বে ইসলামী ব্রাদারহুডের মতো প্রতিকূল পরিস্থিতিতে শিবির নেতা-কর্মীদের মনোবল চাঙা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বইটির শেষের দিকে ব্রাদারহুড থেকে শিবির নেতা-কর্মীদের ৯টি শিক্ষা নিতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে- 'ইসলাম প্রতিষ্ঠা ও রাষ্ট্রক্ষমতায় যেতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকা। সকল প্রকার জুলুম নির্যাতন ধৈর্য্য ও সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে গঠনমূলক জবাব দেয়। প্রয়োজনবোধে সাংগঠনিক পরিচয় গোপন রেখে জনগণের পাশে থাকা এবং দলীয় পরিচয়ের বাইরে অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করে তৎপরতা চালানো। সেনাবাহিনী, মিডিয়া, জনপ্রশাসন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে জনশক্তি তৈরি ও তাদের প্রয়োজনীয় সমর্থন আদায় নিশ্চিত করা।'

নাম প্রকাশ না করার শর্তে শিবিরের দায়িত্বশীল এক নেতা জানান- সরকার বিরোধী আন্দোলনে নেতা-কর্মীদের সক্রিয় রাখতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণে মিসরে গণঅভ্যুত্থানের চেতনাকে কাজে লাগিয়ে কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা চলছে। এছাড়া সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ক্ষেত্র তৈরিতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নরকম পোস্ট ও ছবি দিয়ে প্রচারণা চালানো হচ্ছে বলে জানান ওই নেতা। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. আয়ূব জানান- শিবিরের আস্তানা থেকে তাদের প্রশিক্ষণ কাজে ব্যবহৃত জিহাদি বই, গোপন দলিলপত্র ও অর্থের যোগানদাতাদের তালিকা উদ্ধার করা হয়েছে। এছাড়া সিলেটসহ দেশব্যাপী নাশকতারও বিভিন্ন তথ্য পাওয়া গেছে। শিবিরের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের গ্রেফতারে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.