আমাদের কথা খুঁজে নিন

   

ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত দুই লাখ মù

আগ্নেয়গিরি থেকে লাভা উদগিরণ শুরু হলে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ থেকে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে শুরু করে। বৃহস্পতিবার সকালে কেলুদ পর্বত থেকে হঠাৎ করে এ লাভা উদগিরণ শুরু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। আর ঘর ছেড়েছে প্রায় দুই লাখ মানুষ।

আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা ৮০ মাইল দূরে ছড়িয়ে পড়লে সেখানকার সুরাবায় শহর ছাইয়ে ঢাকা পড়ে। শহরটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বিবিসি জানায়, কেলুদ পর্বত থেকে নির্গত ছাই ও উত্তপ্ত লাভায় আশপাশের বেশ কয়েকটি শহরে প্রায় চার সেন্টিমিটার পুরো ছাই জমে গেছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় তিনটি বিমানবন্দরে বিমান চলাচল। বুধবার দেশটির কর্তৃপক্ষ অগ্ন্যুৎপাতের এক ঘণ্টা আগে সতর্কতা জারি করে এবং এর আশপাশের ৩৬ গ্রাম থেকে মানুষদের নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। দেশটির দুর্যোগ প্রশমন এজেন্সি কর্মকর্তা সুতোপো পুরো বলেন, আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা ও ছাই প্রায় ২০০ কিলোমিটার দূরে ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত, কেলুদ পর্বতের ওই আগ্নেয়গিরি থেকে এর আগে ১৯৯০ সালে শেষ অগ্ন্যুৎপাত ঘটে। দেশটিতে প্রায় ১৩০টি আগ্নেয়গিরি রয়েছে। বিবিসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.