কিছুটা মিসফিট
বাস্তব পণ্য বা সেবার বৃদ্ধির হারের চেয়ে বেশি গতিতে বাজারে মুদ্রা সরবরাহ করে একটি দেশের সরকার জনগনের টাকা লুট করে। কোন নির্দিষ্ট নয়, সব আমলে, সব দল। ইতিহাসের বৃহত্তম এ ডাকাতি অবশ্য পৃথিবী জুড়েই হচ্ছে। এই চরম সত্যটি আমরা কয়জন জানি, সেটা যেমন একটা আশংকাজনক পরিসংখ্যান। তারচয়েও ভয়াবহ ব্যাপার হল, এই লেখাটি পড়ে আমাদের কয়জনের আগ্রহ সৃষ্টি হবে বিষয়টি জানার।
আমি তো কোন সমাজসেবা, পরোপকারের কথা বলছি না। নিরেট ব্যাক্তি সার্থ, আমার নিজের উপার্জিত অর্থের হরিলুট। তারপরও কেন হুঁশ হবে না!
সত্যানুসন্ধানে আমাদের এই অনীহা বিচ্ছিন্ন কোন বিষয় নয়। মনের চোখের এই অন্ধত্ব আজকে সমাজ রাজনীতি সর্বত্র।
ধর্মে এর পরিনতি সম্পর্কে মোটামোটি এরকম বলা হয়েছে, যে জাতি যতটা অযোগ্য, তাদের ততটাই অত্যাচারি শাসক দ্বারা নির্যাতিত করা হয়।
বাংলাদেশ আজকে এর মাশুল দিচ্ছে।
ঠিক আছে যে আমাদের দেশের জনসংখ্যা অনেক, বেশিরভাগ আবার অশিক্ষিত।
হোকনা সংখ্যাটা ১৬ কোটি, শুরুতো হবে ১ থেকে।
অন্তরচক্ষু সম্পন্ন সেই প্রথম ব্যাক্তিটি কেন আমি হবনা???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।