আমাদের কথা খুঁজে নিন

   

লাইফ ওফ এ পি এইচ ডি স্টুডেন্ট

প্রথমে একটা কৌতুক বলে নেই... [কৌতুকটি অবশ্য নেট থেকে নেয়া] প্রফেসর তার ছাত্র এবং রিসার্চ পোষ্ট-ডক কে নিয়ে সিটি পার্কে হাটছিলেন এবং বিভিন্ন বিষয়ে আলাপ করছিলেন। বিভিন্ন বিষয় মানে আসলে তাদের বর্তমান প্রজেক্টের প্রগরেস এবং ভবিষ্যত প্রজেক্টের ফ্রেমওয়ার্ক। যেতে যেতে তারা একটা আলাদিনের চেরাগ (!) হাতে পেয়ে গেল। ছাত্রটিরই উৎসাহ বেশি ছিল, ঘষা মারতেই এক দৈত্য এসে হাজির হয়ে বলল, "আমি তোমাদের তিনটা ইচ্ছা পূরণ করব, তোমার যেহেতু তিন জন, প্রত্যেকে একটি করে ইচ্ছা পূরণের সু্যোগ পাবে। " ছাত্রটি প্রথম সু্যোগটি পেল এবং একজন অর্ধনগ্ন সূন্দরীর সংস্পর্ষ ইচ্ছা পোষন করল।

পুঊঊঊঊঊঊঊফ..............ছাত্রটি উধাও। এবার পোষ্ট-ডকের পালা। সে দুই জন নগ্ন সূন্দরীর সংস্পর্ষ ইচ্ছা পোষন করল। পুঊঊঊঊঊঊঊফ..............পোষ্ট-ডক উধাও। দৈত্য এবার প্রফেসরকে ইচ্ছা পোষন করতে বলল।

প্রফেসর: "I want those guys back in the lab after lunch." এই হল পি এইচ ডি স্টুডেন্টের লাইফ। এবার আসি আমার কিছু বাস্তব অভিঞ্জতা: ক্রিসমাসের আগে সম্ভবত ১৯ ডিসেম্বর হবে: প্রফেসর: Happy Holidays everyone! There will no meeting this year, see you all in new year. Happy New Year! আমি মনে করলাম, যাক কমপক্ষে ৩ সপ্তাহ সময় পাইলাম। বউ বাচ্চা নিয়া ইনজয় করমু। ২৭ ডিসেম্বর দেখি প্রফেসরের ইমেইল: Happy Holidays! What's the progress? I want to apply for the review committee beginning of the next year, so analysis should be ready by the that time. আমি এদিকে বউরে বইলা রাখছি, এই ক্য়দিন No Physics, No Analysis. এখন কি করমু, বউ-বাচ্চারে সময় দিয়া, ওভার টাইমে Physics Analysis করি। কিয়ের হলিডেস, পি এইচ ডি স্টুডেন্টর কপালে হলিডেস নাইরে ভাই।

আমগো কপালে হলিডেস নাই কি হইছে, সবাইকে হলিডেসর শুভেচ্ছা। Happy New Year! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।