আমাদের কথা খুঁজে নিন

   

৪৩ দিনে জামায়াতের ৫৯ জনকে হত্যার অভিযোগ

গত ৪৩ দিনে জামায়াত ও ছাত্রশিবিরের ৫৯ জন নেতা-কর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। গতকাল জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে এ অভিযোগ করে বলেন, গতকাল ভোরে সাতক্ষীরা জেলায় দুজন ও ঝিনাইদহ জেলায় একজনকে যৌথবাহিনী গুলি করে হত্যা করেছে। তিনি বলেন, হত্যার পর কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার মিথ্যা প্রচারণা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঠাণ্ডা মাথায় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাদেরকে একে একে গুলি করে হত্যা করছে। দেশের কোনো নাগরিক কোনো অপরাধ সংঘটিত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু কোনো নাগরিককে ধরে নিয়ে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করার কোনো অধিকার রাষ্ট্রের বা অন্য কোনো কর্তৃপক্ষের নেই বলে উল্লেখ করেন তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.