বগুড়ার সোনাতলা উপজেলার পালপাড়ায় একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে তৈরি করা মাটির হাঁড়ি-পাতিল সামগ্রী ভাঙচুর করেছে। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার শাহরাইল গ্রামে কালীমন্দিরে মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ফরিদপুর শহরতলির ঈশান গোপালপুর ইউনিয়নে একটি হিন্দু বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বরিশালে প্রতিমা ভাঙচুরে জড়িত সন্দেহে বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর_
বগুড়া : সোনাতলা উপজেলার বামুনিয়া পালপাড়া মৃৎ শিল্প সমিতির সভাপতি নিত্যানন্দ পাল জানায়, পালপাড়া এলাকার একজন ইউপি সদস্যের ছেলের নেতৃত্বে ১৫-২০ জনের একদল যুবক এ হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। ফরিদপুর : ঈশান গোপালপুর ইউনিয়নের মদনদিয়া চাঁদপুর গ্রামের শৈলেন্দ ঘোষ ওরফে শিবা ঘোষের বাড়িতে শনিবার রাতে কে বা কারা আগুন দেয়। বাড়ির মালিক শিবা ঘোষ জানান, তিনি ফরিদপুর শহরে একটি এনজিওতে কর্মরত আছেন। ফলে তিনি শহরে বাড়ি ভাড়া করে থাকেন। গ্রামের বাড়ির ঘরটি তালাবদ্ধ অবস্থায় থাকত। শনিবার রাতের বেলা দুর্বৃত্তরা আগুন দেয়। আগুনে ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। মানিকগঞ্জ : সিঙ্গাইর পুলিশ ও মন্দির পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, শনিবার রাতে সিঙ্গাইরের শাহরাইল গ্রামের কালীমন্দিরে বার্ষিক পূজা অর্চনার আয়োজন করা হয়। পূজা চলাকালে সেখানে মদ্যপ অবস্থায় কয়েকজন যুবক আসে। বরিশাল : সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস সালাম রাড়িকে পুলিশ গ্রেফতার করেছে। তবে ওই মন্দির কমিটির সভাপতি বিজয়কৃঞ্চ হালদার আদালতে উপস্থিত হয়ে বলেছেন, প্রতিমা ভাঙচুর ঘটনায় তিনি কোতোয়ালি থানায় যে এজাহার করেছেন তাতে কারও নাম উল্লেখ নেই। সালাম রাড়ি ওই ঘটনায় জড়িত নয় বলে আদালতে লিখিতভাবে জানিয়েছেন তিনি।
দিনাজপুর : সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও ড্যাব মহাসচিব ডা. জাহিদ হোসেন বলেছেন, দিনাজপুরের কর্ণাই গ্রামের সহিংস ঘটনাটি কিছু কিছু মিডিয়ায় তুলে ধরা তথ্যের সঙ্গে অনেক পার্থক্য ও ফারাক রয়েছে। ঘটনাটি ছিল সম্পূর্ণ নির্বাচন কেন্দ্রিক অথচ সেই রংচং মাখিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ঘটনাটিকে রাজনৈতিক গুরুত্বের চেয়ে সাম্প্রদায়িক গুরুত্ব দিয়ে প্রচার করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।