আমাদের কথা খুঁজে নিন

   

যেভাবে পালিয়ে বেড়াচ্ছেন আড়াই লাখ বাংলাদেø

বাসার ছাদের নিচে বানানো হয়েছে আলো-বাতাসহীন থাকার জায়গা, মেঝের নিচে গর্ত খোঁড়া হয়েছে থাকার জন্য। ঘরের দেয়ালের পাশে নতুন দেয়াল তুলে করা হয়েছে থাকার স্থান। অনেকে থাকছেন খেতের পণ্যের মাঝে ছোট খুপরি বানিয়ে। আবার কেউ কেউ উচ্চমূল্যে চুক্তি করেছেন ডিসকো বারে থাকার। এতদিন যেসব মালিকের কাজ করতেন তারাও জেল ও জরিমানার ভয়ে দায়িত্ব পুরোপুরি অস্বীকার করছেন। ধরিয়ে দিচ্ছেন আইন প্রয়োগকারী সংস্থার কাছে। এক বা দুই দিন নয় আগামী ডিসেম্বর পর্যন্ত প্রায় চার মাস এভাবে লুকিয়ে থাকার চেষ্টা করতে যাচ্ছেন মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করা ২ লাখ ৬৮ হাজার বাংলাদেশি অভিবাসী। এদের অনেকে বৈধ বা নিবন্ধিতরাও সব কাগজপত্রের অভাবে পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছেন। কিন্তু গোপন এসব কুঠরির খবরও জানেন অভিযান পরিচালনাকারী সদস্যরা। বিভিন্ন সংস্থার প্রায় ১ লাখ ৩৫ হাজার সদস্য একই সঙ্গে চালাচ্ছেন অভিযান। টার্গেট ৪ লাখ অবৈধ অভিবাসী ধরা। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি।

শ্রমিক অধিকার ইস্যুতে গুরুতপূর্ণ ভূমিকা রাখা আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ ও মালয়েশিয়ার স্থানীয় পত্রিকার প্রতিবেদনে কয়েকজন পালিয়ে থাকা ব্যক্তির আটকের ঘটনা বর্ণনা করা হয়েছে। এর মধ্যে আছেন বাংলাদেশি মো. আজাদ হোসেন। বয়স ৩৫। মালয়েশিয়ায় আছেন ১৮ বছর। ১৯৯৫ সাল থেকে নিয়মিত কাজ করছেন বিভিন্ন শহরে। কয়েক বছর ধরে আছেন জোহর বারুতে। তিনি ২০১১ সালের ৫ আগস্ট একটি সাধারণ ক্ষমার মতো নিবন্ধন প্রকল্পে (পি-সিঙ্) নিবন্ধিত হয়েছেন। কিন্তু গত বছর যখন আবার অভিবাসন দফতরে যান দেখতে পান তার নামে আরেকজন নিবন্ধিত হয়েছেন। আজাদের মতো মিয়ানমার. ইন্দোনেশিয়ার কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, চীন, নাইজেরিয়া ও থাইল্যান্ডের অবৈধ অভিবাসীর বর্ণনা দেওয়া হয়েছে। অভিবাসন কর্মকর্তারা সংবাদে যেসব বর্ণনা দিয়েছেন, তাতেই গোপন কুঠরির কথা বলছেন। বলছেন, আমরা সবই জানি, সবাইকে বের করে আনা হবে। মালয়েশিয়ার অভিবাসন বিষয়ক বিভাগের উপ-পরিচালক এম সারাভনা কুমার মালয়েশিয়া স্টার অনলাইনকে বলেছেন, অবৈধ অভিবাসীরা বিভিন্ন স্থানে লুকিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করছে।

ভবনের ভেতরে আলাদা থাকার জায়গা বানিয়ে আত্দগোপন করে থাকছে। আমরা দেখতে পেয়েছি আবাসস্থলের পেছনে রুম বানানো হয়েছে। সিলিং ও ছাদের নিচের স্থানে থাকার ব্যবস্থা করা হয়েছে। বাসা বা শ্রমিকদের আবাসস্থলের মেঝেতে গর্ত করে সেখানে থাকার জায়গা করা হয়েছে। ডিসকো বা ম্যাসাজ পার্লারকে অনেকে পালানোর স্থান হিসেবে বেছে নিয়েছে। সরকার তাই শ্রমিকদের আবাসস্থল, বৃক্ষায়ন ও কৃষি খামার, ম্যাসাজ পার্লারের মতো স্থানকে অভিযানের মূল স্থান হিসেবে বেছে নিয়েছে। অবৈধ শ্রমিককে যারা কাজে নিয়োজিত করেছিল তাদের ৫০ হাজার মালয়েশিয়ার রিঙ্গিত জরিমানা বা ৫ বছরের জেল দেওয়া হবে। উভয় দণ্ডের বিধানও আছে। সরকারি বাহিনী সবাইকে আটক করতে সক্ষম হবে বলে আশাবাদ কর্মকর্তার। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদ বলেছেন, ২০১১ সালে যেসব শ্রমিক সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছিলেন কিন্তু পরে আর তা নবায়ন করেননি তাদের লক্ষ্য করেই পরিচালিত হচ্ছে এই অভিযান। ওই সময়ে বাংলাদেশের ২ লাখ ৭০ হাজার অভিবাসী নিবন্ধিত হয়েছিলেন। কিন্তু মালয়েশিয়ায় রয়েছেন ৫ লাখ বাংলাদেশি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.