আমাদের কথা খুঁজে নিন

   

তুমি মার্কস বলছো



তুমি মার্কস বলছো,এ্যাঙ্গেলস এমনকি ফ্রয়েডও বলছো
তুমি দিস্তা দিস্তা কাগজ ঘেঁটে গলদঘর্ম
খ্রিষ্টপুর্ব ২০০৪-এর ফসিলের কথা বলছো । তুমি ভাবছো চুল কি হাড়ের ডিএনএ।
তুমি ক্লোনের কথা ভাবছো । তুমি হারিয়ে যাওয়া পুরাণের কথা ভাবছো।

অথচ দেখো কি হেলাফেলায় পড়ে আছে ধূসর পাণ্ডুলিপি !
লালন পড়ে আছে, হাসন পড়ে আছে, পড়ে আছে ভাসানী আর
আরজ আলী মাতুব্বর ।


ধোঁয়াশার ভেতর থেকে উঁকি দিচ্ছে তাম্রলিপি । খননে বেহদ্দ দিনকাল।

তুমি নাক সিঁটকানো উন্নাসিকের মতো দলাদলা অন্ধকার হাতড়ে
যে প্রিমিটিভ যুগ কিংবা নৃতত্ত্বের দিকে হাঁটছো
তাও জড়িয়ে আছে ধুলোয়,বৃষ্টিশিষে, শিশিরে,সূর্যাস্তে।
হাটুরে হাটবাজারে,নলখাগড়ায়, ঝাঁঝরা বক্ষপিঞ্জরে, করোটিতে।

মিশে আছে আর্তনাদে,চিৎকারে, উল্লাসে, বিজয়ে ও নষ্টালজিয়ায়।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.