দ্বিধা-দ্বন্দের সমীকরণ ! মরণব্যাধি এইডস থেকে মানুষ বাঁচার উপায় খুঁজছে অনেক দিন থেকেই। এবার এ রোগ নিরাময়ের সুখবর শোনালেন জার্মানির একজন চিকিৎসক।
তাঁর দাবি, এইডসে আক্রান্ত এক মার্কিন নাগরিক স্টেম সেল প্রতিস্থাপনের মাধ্যমে পাঁচ বছর পর সুস্থ হয়ে উঠেছেন। ওই চিকিৎসকের নাম গেরো হাটার। তিনি জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটির গবেষক।
আর সুস্থ হয়ে ওঠা ওই মার্কিন নাগরিক হলেন টিমোথি রে ব্রাউন। গত বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে জিনথেরাপি-বিষয়ক এক সম্মেলনে দুজনই উপস্থিত হয়ে এইডস চিকিৎসায় এ নতুন অধ্যায়ের কথা জানালেন।
তবে এখনো এ ব্যাপারে সংশয়ে আছেন চিকিৎসাবিজ্ঞানীদের কেউ কেউ। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর অধিবাসী টিমোথি ইতিমধ্যে পরিচিতি পেয়েছেন ‘দ্য বার্লিন পেশেন্ট’ নামে।
কারণ, বার্লিনে শুরু হয়েছিল তাঁর এই আলোচিত চিকিৎসা।
১৯৯৫ সালে প্রথম এইচআইভি ভাইরাসে আক্রান্ত হন ব্রাউন। এরপর এ থেকে নিরাময়ে শুরু হয় নিয়মিত ওষুধ সেবন।
২০০৭ সালে গেরো হাটারের তত্ত্বাবধানে একজন দাতার রক্তের স্টেম সেল প্রতিস্থাপন করা হয় তাঁর শরীরে। স্টেম সেল অস্থিমজ্জাসহ শরীরের বিভিন্ন অঙ্গে থাকে।
এরা রক্তের বিভিন্ন কোষের উৎস।
ব্রাউন জানান, অস্ত্রোপচারের মাধ্যমে স্টেম সেল প্রতিস্থাপনের পর বিগত পাঁচ বছরে তাঁকে এইডসের জন্য কোনো ওষুধ সেবন করতে হয়নি।
অবশ্য এই যুগান্তকারী ফলাফল নিয়ে এখনো নিশ্চিত হতে পারছেন না চিকিৎসাবিজ্ঞানীরা। এ বছরের শুরুতে ক্যালিফোর্নিয়ার চিকিৎসকেরা ব্রাউনের টিস্যুতে এইচআইভি ভাইরাসের উপস্থিতি শনাক্ত করেছেন।
কিন্তু হাটারের মতে, এটি শুধুই রোগটির একটি অবশেষ মাত্র। এটির কোনোভাবেই নতুনভাবে বিস্তার হওয়ার সুযোগ নেই।
তথ্যসূত্রঃ প্রথম আলো । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।