বাইরে বের হওয়ার আগে তো একদম পরিপাটি হয়েই বের হয়েছিলেন, কিন্তু আচমকা হাওয়া এসে চুলগুলোকে করে দিয়ে গেল এলোমেলো। অথবা ঘামে ভিজে লেপটে গেল কি না চোখের কাজল, সে নিয়ে খুঁতখুঁত করছে মন। ব্যাগে তাই সব সময় রাখা চাই ছোট্ট একটি আয়না।
যে ছোট আয়নাটিতে মুখ দেখবেন, তার কাচ একদম ঝকঝকে স্বচ্ছ হওয়া চাই। ইদানীং অনেকেই সাধারণ কাচের আয়নার চেয়ে ম্যাগনিফাইয়িং কাচের আয়নাকে বেশি প্রাধান্য দিচ্ছেন।
এই আয়নায় সবকিছু সাধারণ আয়নার থেকে সামান্য বড় ও অনেক বেশি স্পষ্ট দেখায়, ফলে সাজটা ঠিকঠাক করে নিতেও বেশ সুবিধা হয়। মুখ দেখার বিষয়টিই যেহেতু এখানে মুখ্য, তাই আয়নাটি কত সুন্দর ও আকর্ষণীয় তা নয়; বরং প্রাধান্য দিন এর কাচের মানের প্রতি। মুখ ঠিকমতো দেখার জন্য আয়নার কাচ হওয়া চাই স্বচ্ছ ও পরিষ্কার। আঁচড় পড়ে যেন নষ্ট না হয়ে যায়, সে জন্য খোলা আয়না না কিনে এমন কোনো আয়না কিনুন, যেটি ভাঁজ করা কেসের ভেতরে থাকে। এই ফোল্ডিং কেসটি হতে পারে প্লাস্টিক, স্টিল অথবা কাঠের তৈরি।
কোনো কোনো আয়নার সঙ্গে আবার একটি ছোট চিরুনিও দেওয়া থাকে। বিভিন্ন প্রসাধনীর দোকানেই এই আয়নাগুলোর খোঁজ মিলবে।
বাজার ঘুরে জানা গেল, ম্যাগনিফাইয়িং আয়নার দাম পড়বে ৩৫০ থেকে ৪৮০ টাকা আর সাধারণ আয়নার দাম ৫০ থেকে ২৫০ টাকা। ফ্যাশন হাউস আড়ংয়ে পাবেন চামড়া, পাট ও কাঠের তৈরি বিভিন্ন নকশার পার্স আয়না। যাত্রায় পাবেন রংচঙে নকশা করা আয়না।
এই আয়নাগুলো আপনি ১০৭ থেকে ৪৮০ টাকার মধ্যে কিনতে পারবেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।