আমাদের কথা খুঁজে নিন

   

শিবিরের অপকৌশল, স্কুল ব্যাগে ইট কেরোসিনের বোতল!

স্কুল ব্যাগে ইটের টুকরো ও কেরোসিনের বোতল নিয়ে মঙ্গলবার দুপুরে বরিশাল মহানগরীতে মিছিল বের করেছিল জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা। পুলিশের অনুমতি না নিয়ে মিছিল বের করায় পুলিশ মিছিলে বাধা দিলে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশও লাঠিচার্জ করে। এ সময় মিছিল থেকে দুই শিবির কর্মীকে আটক করা হয়। উদ্ধার করা হয় একটি স্কুল ব্যাগ ভর্তি ইটের টুকরো ও বোতল ভর্তি কেরোসিন।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহিদুজ্জামান বলেন, ‘বেশিরভাগ মিছিলকারীদের সঙ্গে স্কুল ব্যাগ ছিল। সেই ব্যাগে ইটের টুকরা ও দাহ্য জাতীয় পদার্থ ছিল। ’ পুলিশের ধাওয়ার মুখে ফেলে রাখা একটি স্কুল ব্যাগ থেকে ইটের টুকরো ও এক লিটার কেরোসিন তেল উদ্ধার করা হয়। আটক করা হয় ছাত্র শিবিরের দুই কর্মীকে। পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০ থেকে ১শ’ জন জামায়াত-শিবির নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার (এসি) অশোক কুমার নন্দী জানান, কোন অনুমতি ছাড়াই নগরীতে আকস্মিক মিছিল বের করে শিবির কর্মীরা। তারা নগরীতে নাশকতা সৃষ্টির লক্ষ্যে ইট-পাটকেল, কেরোসিনসহ বিভিন্ন সামগ্রী বহন করছিল। পুলিশ এ খবর পেয়ে মিছিলে বাঁধা দেয়ার চেষ্টা করলে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। মহানগর ছাত্র শিবিরের সভাপতি মোঃ নাছির উদ্দিন জানান, পুলিশ ও র‌্যাব সদস্যরা লাঠিচার্জ করে তাদের ১০ নেতাকর্মীকে আহত ও ১০ জনকে আটক করেছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.