আমাদের কথা খুঁজে নিন

   

শাহজালালে ভারতীয়র ব্যাগে সোনার বার

দীপক কুমার আচার্য (৫৫) নামের ওই ভারতীয় নগারিক বাংলাদেশ বিমানের বিজি ০৭৯ ফ্লাইটে করে হংকং থেকে ঢাকা হয়ে কলকাতা যাচ্ছিলেন। মঙ্গলবার প্রথম প্রহরে ঢাকায় ট্রানজিটের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিনিয়র এএসপি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিমানটি শাহজালালালে পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে দীপকের হাতব্যাগ তল্লাশি করে ৬৫টি সোনার বার, ১১টি আই ফোন এবং ১১ হাজার ২২৫টি মেমোরি কার্ড পাওয়া যায়।
আলমগীর হোসেন বলেন, দীপক কুমারের কাছে পাওয়া সোনার ওজন প্রায় সাড়ে সাত কেজি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এর আগে গত ২৪ জুলাই শাহজালাল বিমানবন্দরে নেপাল থেকে আসা বিমানের একটি ফ্লাইটে ১২৪ কেজি সোনার বার পাওয়া যায়। তার কয়েকদিন আগেই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছে পাওয়া যায় প্রায় ১৭ কেজি ওজনের ১৪৬টি সোনার বার।
আর গত ৬ জুলাই ঢাকায় শাহজালালে কুয়েত থেকে আসা একটি বিমানে প্রায় ২৫ কেজি সোনার বার পাওয়া যায়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.